v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-18 21:49:00    
শেনপেই এর লোকসংগীত

cri

   শেনপেই হচ্ছে উত্তর-পশ্চিম চীনের শেনশি প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ। এ স্থানটি হচ্ছে চীনা জাতির সভ্যতার উত্স স্থানের অন্যতম। শেনপেই প্রদেশে অনেক বৈশিষ্ট্যসম্পূর্ণ লোকসংগীত প্রচলিত আছে। তা চীনা জনসাধারণের খুবই পছন্দের। শেনপেই প্রদেশের লোকসংগীতের ভাষা প্রাণবন্ত, সুললিত এবং ছন্দের নমনীয়তা হৃদয়কে নাড়া দিয়ে যায়। তা শুনলে শেনপেই প্রদেশের গভীর তা সম্পর্কে বোঝা যায় এবং স্থানীয় তথ্যাবলীও সহজেই জানা যায়।

 এখন আপনারা "লাল লণ্ঠন লাগানো" নামক শেনপেই'র একটি লোকসংগীত শুনছেন। এটা হচ্ছে শেনপেই অঞ্চলের ব্যাপক জনপ্রিয় একটি প্রেমের গান। গানের কথা এমনঃ "জানুয়ারী মাসে নববর্ষ আসে। কাগজ দিয়ে তৈরি লাল লণ্ঠন সবাই দরজার সামনে লাগায়। বাতাসের সাথে সাথে লণ্ঠন দুলতে দুলতে ঘুরে বেড়ায়। আমি আমার তৃতীয় ভাইয়ের সঙ্গে নববর্ষ কাটাই।"

 শেনপেই-এর লোকসংগীতের ধারা বৈচিত্র্যময়। এর মধ্যে সিনটিয়ানইয়ো, মদ পানের গান, শ্লোকের মত ক্ষুদ্র গানসহ রয়েছে বিশটিরও বেশি ধরনের। এর মধ্যে সিনটিয়ানইয়ো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এক রকম লোকসংগীত। সিনটিয়ানইয়ো হচ্ছে পাহাড়ী গান। গানের কথা সাধারণতঃ ঘটনাস্থলেই রচিত হয়। এখন আমরা একসাথে সিনটিয়ানইয়ো এর একটি প্রতিনিধিত্বকারী গান শুনবো। গানের নাম "লানহুয়াহুয়া"।

 এখন আপনারা "লানহুয়াহুয়া" নামে গানটি শুনছেন। গানে চীনের সামন্ততান্ত্রিক রাজবংশে লানহুয়াহুয়া নামের একজন নারী সাহসের সঙ্গে বিয়ের স্বাধীনতা অর্জন সংগ্রামের মর্মের প্রশংসা করা হয়েছে। "লানহুয়াহুয়া" এই গানে গভীর ভাবাবেগ ও স্পর্শকাতর কাহিনী ও আবেদনময় সুরের কারণের অনেকের সমাদর পেয়েছে।

 এবার আমরা শেনপেই-এর একটি ক্ষুদ্র গান শুনবো। শেনপেই প্রদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ক্ষুদ্র গান প্রচলিত আছে। এই ধরনের গানের কথা ছোট অথচ সহজ। গানে পুঙ্খানুপুঙ্খরুপে একটি গল্পের বর্ণনা করা হয়। "পশ্চিম দিকে যাওয়া" নামক গানটি হচ্ছে শেনপেই-এর ক্ষুদ্র গানের মধ্যে একটি সর্বোত্কৃষ্ট গান। "পশ্চিম দিকে যাওয়া" হচ্ছে শেনপেই অঞ্চলের একটি ঐতিহাসিক দৃশ্য। নয়া চীন প্রতিষ্ঠার আগে শেনপেই অঞ্চলে প্রায়শই অনাবৃষ্টি বা বন্যা হতো। লোকজনের জীবনযাপন খুবই কষ্টকর ছিল। পরিবারের লালন পালনের জন্য অনেকেই অন্তর্মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলে গিয়ে চাকরী করতো। যাওয়ার পথে মহাপ্রাচীরের ফাঁড়ি অতিক্রম করতে হয়। ফলে তাকে "পশ্চিম দিকে যাওয়া"নাম দেয়া হয়েছে। পরে বিদায় জানানোর লক্ষে আত্মীয়স্বজনের প্রতি চিন্তাভাবনা নিয়ে রচিত গানগুলোকে সবাই "পশ্চিম দিকে যাওয়া" নাম দেয়া হয়। এই গানগুলো প্রধানতঃ স্থানীয় জনগণের বেদনাদায়ক জীবনের প্রতিফলন ।

 একটি দুঃখের গান শোনার পর এবার আমরা একটি আনন্দদায়ক গান শুনবো। গানের নাম "খরা নৌকা নিয়ে যাওয়া"। এই গানটি গাওয়ার সময় সাধারণতঃ একসাথে নৃত্যও চলতে থাকে। বিশেষ করে বসন্ত উত্সবসহ নানা ঐতিহ্যিক উত্সবের দিনে শেনপেই-এর বিভিন্ন অঞ্চলের জনসাধারণ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। "খরা নৌকা নিয়ে যাওয়া"-এর সুর উষ্ণ ও রহস্যময়। মাঝিদের আশাবাদি জীবনের বর্ণনা করার মধ্য দিয়ে উত্সবের দিন জনসাধারণের আনন্দময় মনোভাবের প্রতিফলন ঘটে।

 চীনের বৃহত্তম মিঠা পানির হ্রদ --- তুংটিয়াং হ্রদের উত্তর দিকে অবস্থিত বলেই 'হুপেই' এই নাম দেয়া হয়েছে। এর অর্থ হ্রদের উত্তর দিক। হুপেইয়ে অসংখ্য লোকসংগীত রয়েছে। সেখানে একটি কথা আছে, "আমাকে গান গাইতে বললে আমার পাহাড়ী গান নৌকা ভরাই আছে। আমার ঘরের ভিতরে ও বাইরেও গানে ভরা জগত্।" তা শুনে বুঝা যায়, হুপেই এর লোকসংগীত প্রচুর।

 বন্ধুরা, এখন আমরা চীনের ব্যাপক জনপ্রিয় একটি হুপেই এর লোকসংগীত শুনি। গানের নাম "ড্রাগন নৌকার গান"। গানে একটি মেয়ে আত্মীয়স্বজনের বাসায় গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য নদী অতিক্রম করার সময় একজন আপনজনের মত বন্ধুপ্রতীম মাঝির মধ্যকার কথোপকথন তুলে ধরা হয়েছে। গান গাওয়ার ভেতর দিয়েই প্রশ্ন ও উত্তর দেয়া হয়।

 হুপেই এর লোকসংগীতের মধ্যে শ্রম গানের বৈশিষ্ট্যও উল্লেখযোগ্য। উত্পাদন ও শ্রমের পদ্ধতি ভিন্ন, ফলে শ্রম গানের রকমও অনেক। যেমন মাঝিদের গান, শ্রমিকদের গানসহ আরো অনেক। এখন শুনুন "ছুই তুং ছুই" নামের একটি শ্রমের গান। ধান কাটার সময় এই গানটি গাওয়া হয়। (ইয়ু কুয়াং ইউয়ে)