এ বছরের প্রথম আট মাসে চীনে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় শতকরা ২০ ভাগ কম। ২০০৩ সালের পর থেকে চীনের দুর্ঘটনার সংখ্যা কমে যাবার প্রবণতা বজায় রয়েছে। চীনের জাতীয় নিরাপত্তা তদারক সাধারণ ব্যুরোর মহাপরিচালক লি ঈ চুং মনে করেন, সম্প্রতি চীনের নিরাপত্তামুলক পরিস্থিতি স্থিতিশীল এবং ভাল দিকে।
গত তিন বছর চীন কয়লা-খনির নিরাপত্তার জন্য মোট ৩৭.৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ব্যয় করেছে। তা ছাড়া চীন ছোট ছোট কয়লা-খনির সুবিন্যস্ত করা ও বন্ধ করার বিষয়টিকে জোরদার করেছে। অনুমান অনুযায়ী এ বছরের মধ্যে চীনের প্রায় অর্ধেকেরও বেশি ছোট ছোট কয়লা খনি বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি চীনের দুর্ঘটনাকালীন উদ্ধারের কর্মকান্ডেরও উন্নতি হচ্ছে। দুর্ঘটনার পর পরই অবহিত না করলে আরো কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে। এখন চীনের নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলো খুঁজে বের করে তা সমাধানের কাজ চলছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|