v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-17 20:21:32    
আন্তর্জাতিক বিখ্যাত বিশ্ববিদ্যালয় ফু তান ইউনিভার্সিটি

cri
    ফু তান ইউনিভার্সিটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখন তার ১০২ সালের বছরের ইতাহাস রয়েছে। ফু তান হলো সংস্কৃতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, ব্যবস্থাপনা বিজ্ঞান এবং মেডিসিনসহ বহুমুখী বিশ্ববিদ্যালয়। আজকের "আমার স্বপ্ন, আমার শিক্ষা" অনুষ্ঠানে ফু তানের তথ্য আপনাদের জানাবো। আমি ইয়াং ওয়েই মিং। আশা করি সকল শ্রোতা বন্ধু ভাল আছেন।

    "আমি চীনা ভাষা এবং চীনা সংস্কৃতি'র উপর খুব আগ্রহী। তাই চীনে এসে চীনের বাস্তব অবস্থা দেখতে চাই। বিদেশে টেলিভিশনে সত্য চীনা দেখতে পারি না। আমি আমার নিজের চোখে চীনকে দেখতে চাই।" জার্মান ছাত্রী হোমেই কো আমাদের জানান।

    কেন ফু তান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছেন, এই প্রশ্নের উত্তর দেয়ার সময় হোমেই কো উত্তেজনা হয়ে বলেছেন:

    "ফু তান জার্মানীতে খুব বিখ্যাত! প্রায় সবাই জানে। যদি কেউ জানে যে আমি ফু তানে পড়াশোনা করছি, তাহলে সে বলবে, ও খুব ভাল! চমত্কার ইউনিভার্সিটি।"

    ফু তান ইউনিভার্সিটিতে এখন ফিলোসাফি, বিদেশী ভাষা, সংবাদ, আইনসহ ১৭টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৭০টি বিভাগের ৬৮টি স্নাদক, ১৫৭টি ডাক্টারেট বিষয় এবং ২০৯টি মাস্টার বিষয় রয়েছে। ফু তানে এখন প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী আছে, এর মধ্যে ডাক্টার ছাত্রছাত্রী ৩৫০০, মাস্টার ছাত্রছাত্রী ৭৫০০, স্নাদক ছাত্রছাত্রী ১৫৭০০। বিদেশী ছাত্রছাত্রী ৩০০০। শিক্ষাক ২৩০০জন, এর মধ্যে অধ্যাপক ও উপ-অধ্যাপক ১৩০০জন।

    বিদেশী ছাত্রছাত্রীদের চীনা সংস্কৃতি জানা এবং চীনা সমাজের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে অত্যন্ত প্রচেষ্টা চালিয়েছে। যেমন জামান ছাত্রী হোমেই কো এখন নিয়মিতভাবে স্থানীয় একটি কৃষকদের ছেলেমেয়ে স্কুলে গিয়ে সেখানকার ছেলে মেয়ের সঙ্গে খেলাধুলা করে এবং তাদের ইংরেজী ভাষা শিখান। তিনি বলছেন:

    "আমি চীনা ছেলেমেয়েদের খুব পছন্দ করি। চীনে আসার পর চীনা জনগণ আমাকে অনেক সাহায্য করেছে। এখন আমি তাদের জন্য কিছু করতে চাই।"

বিদেশী ছাত্রছাত্রী অফিসের উপ-প্রধান ইয়াং চেং কুও বলেছেন:

    "তাছাড়া আমরা বিদেশী ছাত্রছাত্রীদের কমিউনিটি'র তত্পরতায় অংশ নেয়া, স্বেচ্ছাসেবা কাজে যোগ দেয়ার জন্য কিছু সাহায্য দেই। তারা কেউ কেউ রাস্তায় যোগাযোগ নিরাপত্তার বিজ্ঞান করেন, কেউ কেউ ওনাথ ও বুড়োবুড়িদের দেখতে যাবেন। গত সপ্তাহে শাংহাই স্পেশল অলিম্পিক গেমসের বিজ্ঞাপন অনুষ্ঠান আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীরা এ অনুষ্ঠানে ড্রাম বাজিয়েছেন।"

    চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাজের অভিজ্ঞতা শেখার জন্য অনেকেই দরিদ্র গ্রামাঞ্চলে শিক্ষাদানের স্বেচ্ছাসেবা করেন। ফু তান ইউনিভার্সিটির একজন

    "আমি টিভিতে এমন তত্পরতার তথ্য পেয়েছি। অন্য ছাত্রছাত্রীদের দরিদ্র গ্রামে শিক্ষাদানের গল্প শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। এবং ভেবেছি তা আমার সারা জীবনের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে। এই চিন্তা করে আমি যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

    ফু তান ইউনিভার্সিটি বিদেশী ছাত্রছাত্রীদের ব্যবস্থাপনার ক্ষেত্রের চীনা ছাত্রছাত্রীদের মত প্রায় একই নিয়ম অনুসারে ব্যবস্থাপনা করে। কিন্তু বিদেশী ছাত্রছাত্রীদের বৈশিষ্ট অনুযায়ী আবার তাদের জন্য কিছু বিশেষ পরিসেবা করে। যেমন তাদের জন্য কিছু ভাষা শেখা ও মৌলিক জ্ঞান জোরদার করার ক্লাস খুলেছে। তাদের ক্যাম্পাস জীবন আরো সহজ গড়ে তুলার জন্য ডিজিটল পরিসেবা ব্যবস্থাও স্থাপন করেছে। যেমন বিদেশী ছাত্রছাত্রী কার্যালয়ের ওয়েবসাইট খুলেছে, বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের কমিউনিটি ওয়েবসাইট খুলেছে এবং ইনটারনেটের মাধ্যমে টিউইশন ফি জমা দেয়ার ব্যবস্থা এবং ইন্টারনেটের মাধ্যমে এভাটমেন্ট বুকিং করার ব্যবস্থাও করেছে।

    বিশ্বায়ন হলো ফু তান বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দিক। মালয়েশিয়া ছাত্রী ছেন সিন ছুয়েন বলেছেন:

    "শাংহাইয়ের ফু তান বেছে নিয়েছি। কারণ শাংহাই তো একটি আন্তর্জাতিক শহর, খুব উন্নত এবং উন্মুক্ত। ফু তান শাংহাইয়ে আছে এবং তাও একটি খুব উচ্চ মানের বিশ্ববিদ্যালয়। এখানে এক বছর পড়াশোনার পর আমি দেখেছি, ফু তানে ইংরেজী এবং চীনা ভাষার কোর্স আছে, অনেক বিদেশী অধ্যাপকও এখানে ক্লাস দেন। এবং সুইডেন ও নরওয়ে থেকে থেকে অনেক বিদেশী বিনিময় ছাত্র আসে। আমি মনে করি আন্তর্জাতিক বিনিময় ফু তান খুব ভাল কাজ করছে।"

    ফু তান এখন আরেকটি নতুন ধারণা বাস্তবায়নের চেষ্টা করছে। তা হলো প্রধান বিষয় অনুযায়ী ছাত্রছাত্রীদের ইনক্রু করে। মানে বিশ্ববিদ্যালয়ের ৬০টিরও বেশি স্নাদক বিষয় ৭টি প্রধান বিষয়ে বিভক্ত করা হয়। তারপর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম বছরে তারা কোনো বিশেষ বা নির্ধারিত বিষয় পড়বে না। তারা এই প্রধান বিষয় সংক্রান্ত তথ্য জেনে নেবে। তারপর দ্বিতীয় বছরে এই বিষয় প্রায় জানার পর কোনো একটি বিশেষ বিষয় বেছে নিয়ে তাদের পড়াশোনা করবে। এই জন্য ফু তান বিশ্ববিদ্যালয়ে ফু তান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। স্নাদক ছাত্রছাত্রীদের প্রথম বছরে এখানে পড়াশোনা করতে হবে। এবং অনেক উধর্তন অধ্যাপক তাদের বিষয় বেছে নেয়ার জন্য প্রস্তাব বা পরামর্শ দেন।

    বিদেশী ছাত্রছাত্রী বিষয়ক কার্যালয়ের উপ-প্রধান ইয়াং জেং কুও বলেছেন:

    "আমাদের বিদেশী ছাত্রছাত্রীদের উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী, আমরা মাস্টার ছাত্রছাত্রীর উন্নয়ন কর্মসূচিতে বেশি গুরুত্ব দেবো। তাদের ভর্তি হওয়ার ব্যবস্থা আরো উন্নয়ন করবো। ২০১০ সালে ফু তানের বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা ৪৫০০ হবে।"

    ফু তান ইউনিভার্সিটি এখন বিশ্বের ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৫০টিরও বেশি গবেষণা কেন্দ্র ও শিক্ষা সংস্থার সঙ্গে সহযোগিতা সম্পর্ক স্থাপন করেছে। এবং ফু তান হলো বিদেশী ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখানোর চারটি কেন্দ্রের মধ্যে একটি। বিদেশে তার ৭টি খুনফুসিয়াসি ইন্সটিটিউট আছে।

    ফু তানে পুরোপুরি ইংরেজী ভাষা শেখানোর কোর্স হলো চীনের রাজনীতি ও কূটনীতি, এম.বি.এ এবং সহযোগিতামূলক মিডিয়া বিষয়।

     বিদেশী ছাত্রছাত্রী বিষয়ক কার্যালয়ের উপ-প্রধান ইয়াং জেং কুও বলেছেন:

    "ফু তান ইউনিভার্সিটি হলো একটি উন্মুক্ত ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রী ফু তানে আসে আমাদের শিক্ষার মাধ্যমে গোটা মানব জাতির জন্য আরো বেশি অবদান রাখার জন্য স্বাগতম জানাচ্ছি।"

    ফু তান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা হলো www.fudan.edu.cn আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আজকের "আমার স্বপ্ন, আমার শিক্ষা" অনুষ্ঠান এখানে শেষ হল। আজকের প্রশ্ন হচ্ছে, ফু তান বিশ্ববিদ্যালয়ের স্নাদক পর্যায়ের ৬০টিরও বেশি বিষয় কোতোটি প্রধান বিষয়ে বিভক্ত করা হয়েছে? আশা করি আপনারা আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী সপ্তাহে হাং চৌ'র চেচিং বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনাদের জানাবো। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে।(ইয়াং ওয়েই মিং)