v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-17 19:26:54    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৯/১৭

cri
 চীনের প্রথম ছিংহাই হ্রদ আন্তর্জাতিক কবিতা উত্সব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৩৪টি দেশের কবিরা চীনের কবিদের সঙ্গে উত্তর-পশ্চিম চীনের ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত ছিংহাই হ্রদের তীরে বিভিন্ন ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। তারা তাদের নিজ নিজ ভাষায় একটি কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতার নাম হলো সম্প্রীতিময় বিশ্বের মানুষ ও প্রকৃতি। ১৮ সেপ্টেম্বর সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন এই আন্তর্জাতিক কবিতা উত্সব সম্পর্কে তথ্য দেবেন।

 এতক্ষণ আপনারা যা শুনেছেন, তা থুকুলাচি পর্বত নামে একটি মঙ্গোলীয় জাতির লোক সঙ্গীত। এই সঙ্গীতের সুন্দর সুর শুনে সংবাদদাতার হৃদয়ে ভেসে উঠলো বিশাল তৃণভূমির দৃশ্য। এই দৃশ্য দেখতে যেন সাদা মেঘের মতো অসংখ্য ভেড়া চরে বেড়াচ্ছে। এই সংগীতের সুরকার , চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়োং নু পু । ইয়োং নু পু'র রচিত সংগীত অন্তর্মঙ্গোলিয়ায় খুবই সুবিদিত। ১৯ সেপ্টেম্বর ওরা অনন্য আসরে থান ইয়াও খাং মঙ্গোলিয় সুরকার ইয়োং নু পু সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 ফানচিন চীনের লিয়াওনিং প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত একটি উপকূলীয় শহর। চীনের উত্তর-পূর্বাঞ্চলের পুরনো শিল্প ঘাঁটির পুনরুদ্ধার ও লিয়াওনিং এর উপকুলীবর্তী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের পাশাপাশি ফানচিন অর্থনৈতিক উন্নয়ন এলাকা সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, সুবিধাজনক পরিবহন ও মনোরম পরিবেশের ভিত্তিতে পেট্রোলিয়াম বিষয়ক সাজ-সরজ্ঞাম নির্মাণ শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তারা চীনের পেট্রোলিয়াম বিষয়ক সাজ-সরজ্ঞাম নির্মাণ ঘাঁটি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাছে। ২০ সেপ্টেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে এ সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে।

 একই দিন অর্থাত্ ২০ সেপ্টেম্বর রয়েছে চলুন বেড়িয়ে আসি। এ আসরে ছাও ইয়ান হুয়া ও ছালাউদ্দিন আপনাদেরকে চীনের দুটি জাদুঘরকে পরিচয় করিয়ে দেবেন। এর একটা হলো পেইচিংয়ে অবস্থিত চীনের ভূতত্ত্ব যাদুঘর এবং আরেকটি হলো হুনান প্রদেশের রাজধানী ছাংশাতে অবস্থিত চিয়ানতু যাদুঘর। চিয়ান এবং তু হচ্ছে কাগজ সৃষ্টি হওয়ার আগে প্রাচীনকালে চীনের ইতিহাস লিবিপদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার। চীনের ভূতত্ত্ব যাদুঘরে বিভিন্ন ধরনের পুরনোকালের জীবাশ্ম ও নানা ধরনের শ্রেষ্ঠ পাথর ও ইয়াশম রয়েছে। আপনারা এই দুটি যাদুঘর ঘুরে চীনের প্রাচীনকালের সংস্কৃতির ওপর কিছু ধারণা পাবেন।

 চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলকে "বিশ্বের ছাদ" বলা হয়। তিব্বতের পশ্চিমাংশে অবস্থিত আলি অঞ্চলকে বিশ্বের ছাদের ছাদ বলা হয়। সমুদ্র সমতলের তুলনায় সাড়ে ৪ হাজার মিটার উঁচুতে বসবাসকারী কৃষক ও পশু পালকরা অত্যন্ত দুঃখকষ্টে জীবনযাপন করতেন। তবে গত বছর থেকে আলি অঞ্চলে কৃষক ও পশু পালকদের জন্য সার্বিকভাবে পুনর্বাসনের একটি প্রকল্প চালু হয়েছে। জীর্ণ বাড়ি থেকে নতুন আবাসিক এলাকায় স্থানান্তর করার লক্ষে কৃষক ও পশু পালকদের সহায়তা করার জন্য সরকার বড় অংকের অর্থ বরাদ্দ করেছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা চিয়ামু গ্রামের অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন। ২১ সেপ্টেম্বর সেই গ্রাম এই জীবন আসরে এই গ্রাম ও স্থানীয় তিব্বতী অধিবাসীদের পুনর্বাসন সম্পর্কে আলোচনা হবে।

 বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।