২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত, চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাতকে কেন্দ্র করে পর্যটন কর্মসূচীতে মোট পুঁজি বিনিয়োগের মূল্য দাঁড়াবে ২ হাজার ৭ শ কোটি ইউয়ান । এর ফলে এই তিন গিরিখাত হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভূ-সম্পদ উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক গবেষণাগার কর্তৃক সংকলিত " হু পেই প্রদেশের ইয়াংসি নদীর তিন গিরিখাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্মসূচী" ১৬ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের দিয়ে যাচাই এবং মূল্যায়ন করানো হয়েছে। এ কর্মসূচী অনুযায়ী, ভ্রমণে পরিবহন ব্যবস্থা এবং স্থাপনা ছাড়াও তিন গিরিখাত অঞ্চলে দর্শনীয় স্থানে আকর্ষনীয় পর্যটন স্থাপনা নির্মাণ করা হবে।
তিন গিরিখাত জলসেচ প্রকল্প চীনের মধ্যাঞ্চলের হু পেই প্রদেশের ই ছাং শহরে অবস্থিত। যা বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুত্ এবং নৌপরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করেছে । এ জন্যই এটি বিশ্বের সবচেয়ে বড় জলসেচ প্রকল্প।
( ওয়াং হাই মান)
|