 ১৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণ থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়া থাইল্যান্ডের ওয়ান টু গৌ বিমান কোম্পানির একটি যাত্রীবাহী বিমানের দুটি ব্ল্যাকবক্স পাওয়া গেছে । থাইল্যান্ডের যোগাযোগ মন্ত্রণালয় বলেছে , দুর্ঘটনার তদন্ত করা হবে ।
এ দুটি ব্ল্যাকবক্স বিশ্লেষণের জন্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে । এক সপ্তার পর এর ফলাফল জানা যাবে ।

থাই সংবাদপত্র বলেছে , নিহত ৮৮জনের মধ্যে ৫০জন বিদেশী এবং আহত ৪২জনের মধ্যে বিদেশীর সংখ্যা ২৮ ।
।
থাইল্যান্ডের দক্ষিণ সোংখ্রায় চীনের কনসোলেট জেনারেল বলেছে , এ যাত্রীবাহী বিমানে হংকং , ম্যাকাও ও তাইওয়ানবাসীসহ কোনো চীনা নাগরিক ছিলেন না ।
|