এশীয় উন্নয়ন ব্যাংক প্রবল রপ্তানি প্রবৃদ্ধি ও পুঁজি বিনিয়োগ এবং সমৃদ্ধ পণ্যের কারণে এ বছর চীনের অর্থনীতি প্রবৃদ্ধির হার ১১.২ শতাংশ হবে। এর আগে এই প্রবৃদ্ধির হার অনুমান করা হয়েছিল ১০ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংক ১৭ সেপ্টেম্বর পেইচিংয়ে "২০০৭ সাল এশিয়ার উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনা" শীর্ষক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হচ্ছে দ্বিতীয় শিল্প, বিশেষ করে ইস্পাত, বিদ্যুত্, রাসায়নিক ও পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ শিল্প। শিল্প প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সামর্থ্য ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি দ্রুত পুঁজি বিনিয়োগ বাড়াকে ত্বরান্বিত করেছে।
এতে আরো বলা হয়, চীনের অর্থনীতির প্রবৃদ্ধি আগের অনুমানের চেয়ে বেশি হওয়ার প্রবণতা ২০০৮ সাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। ফলে এশিয় উন্নয়ন ব্যাংক ২০০৮ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার ১০.৮ শতাংশ নির্ধারণ করেছে। এ বছরের মার্চ মাসে পূর্বানুমান অনুযায়ী যা ছিলো ৯.৮ শতাংশ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|