"নেপালের তৃতীয় চীন উত্সব-২০০৭" ১৬ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে। শরীর ভাল না থাকায় নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা খুব কমই বাইরে যান। তবে তিনি উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীরেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চীন উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে কৈরালা বলেন, এ কর্মসূচী দু'দেশের জনগণের সমঝোতা বাড়ানোর জন্য সহায়ক হবে। নেপালের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল। কিন্তু নেপাল ও চীনের জনগণের বন্ধুত্ব দু'দেশের সম্পর্কের টেকসই উন্নয়নের ভিত্তি।
চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, কুয়াংতুং প্রদেশ ও নেপালে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এবারের চীন উত্সব আয়োজিত হয়। এই উত্সবের বিষয়বস্তু হচ্ছে "সুষম কুয়াংতুং ও মনোরম চুহাই"। (ইয়ু কুয়াং ইউয়ে)
|