চীনের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প কমিশনের উপ-মহাপরিচালক সুন লাই ইয়ান গত রোববার পেইচিংয়ে বলেছেন , ছিয়াং ও ১নম্বর চাঁদ-অনুসন্ধানী উপগ্রহ এখন উত্ক্ষেপণ ক্ষেত্রে প্রবেশ করেছে । এ বছরের শেষ নাগাদ এ উপগ্রহ উত্ক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে ।
সুন লাই ইয়ান একজন সাংবাদিককে দেয়া সাক্ষাত্কারে বলেছেন , এ উপগ্রহ প্রধানত চাঁদের উপর বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে ব্যবহৃত হবে । চাঁদের ত্রিমাত্রিক ছবি তোলা হবে , চাঁদের ভূমির উপকরণ ও প্রস্থতার বিশ্লেষণ করা হবে এবং পৃথিবী ও চাঁদের মধ্যকার পরিবেশের উপর অনুসন্ধান করা হবে ।
সুন লাই ইয়ান বলেন , তিনি জানতে পেরেছেন যে , কিছুদিন আগে জাপানের উত্ক্ষেপন করা সেলেনে চাঁদ-অনুসন্ধানী উপগ্রহ ও চীনের এ উপগ্রহের বৈজ্ঞানিক লক্ষ্যমাত্রা মোটিমুটি একই । তিনি বলেন , চীনের উপগ্রহ নিক্ষেপের পর পাওয়া সংশ্লিষ্ট বৈজ্ঞানিক তথ্যাদি বিশ্বের অন্যান্য দেশের বৈজ্ঞানিকরাও কাজে লাগাতে পারবেন ।
|