v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-17 17:39:35    
চীনা শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী জাপানে অনুষ্ঠিত হয়েছে

cri

    জাপানের কোবেতে প্রবাসী চীনা ব্যবসায়ীদের নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এ সম্মেলনে চীনের বৈশিষ্টময় শিল্পকর্ম সবার দৃষ্টি কেড়েছে । বিখ্যাত চীনা শিল্পীদের শিল্পকর্মে ফুটে উঠেছে দেশের ঐতিহ্য আর সংস্কৃতি ।

    বিশ্বের প্রবাসী চীনা ব্যবসায়ী সংস্থার নির্বাহী চেয়ারম্যান তিং খাই এনের প্রস্তাবে এবার প্রবাসী চীনা ব্যবসায়ী সম্মেলনে চীনের লিপিকলা ও ছবি প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীর আয়োজন করা হয় । তিং খাই এন জানিয়েছেন :

    এবারের প্রবাসী চীনা ব্যবসায়ীদের সম্মেলনে যত বিচিত্র ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা কখনই আগে হয় নি । এর মধ্যে রয়েছে চিত্রকর্ম প্রদর্শনী ও নিখিল চীন বর্ষ ইত্যাদি । এসব সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । এবার সম্মেলন সফল হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে সাংস্কৃতিক ও বেসরকারী পর্যায়ের পারস্পরিক আদান প্রদান ।

    প্রবাসী চীনা ব্যবসায়ীদের সম্মেলনের প্রধান প্রদর্শনী স্থানে "উ নামে পরিবারের তিন প্রজন্মের শিল্পকর্ম প্রদর্শন" সবার নজর কেড়ে নেয় । উ ইয়েং , উ চু কুয়াং ও উ হুয়ান তিন জনের লিপিকলা ও চিত্রকর্ম বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের প্রশংসা পেয়েছে । উ ইয়েং পাশ্চাত্যের চিত্রকর্মের উপাদান চীনের ঐতিহ্যবাহী ছবিতে ব্যবহার করা প্রথম শিল্পী । উ চু কুয়াং হলেন চীনের বিখ্যাত নাট্যকার । উ হুয়ান হলেন হংকংয়ের শিল্পী কমিশনের চেয়ারম্যান । উ হুয়ান মনে করেন , বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী চীনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রবাসী চীনা ব্যবসায়ী সম্মেলনের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । তিনি তাঁর শিল্পকর্মে সুষম উন্নয়নের ধারনাও প্রকাশ করতে চান । তিনি বলেন :

 

    সুষম উন্নয়নের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী চীনাদের ঐক্যবদ্ধ হতে হবে । সুষম উন্নয়নের ধারনায় আমরা অর্থনীতি ত্বরান্বিত করতেও পারবো । আশা করি এবারের প্রদর্শনী জাপানে এবং বিশ্বে চীনা সংস্কৃতিকে আরও জনপ্রিয় করবে । আমি আরো আশা করি ভবিষ্যতে বেশি বেশি করে এ ধরনের সম্মেলন হবে । যাতে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মৈত্রীর বন্ধন বাড়ে এবং প্রবাসী চীনা ব্যবসায়ীদের মানের উন্নতি হয় ।

    তা ছাড়া , চীনের ৯ জন বিখ্যাত আধুনিক চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীও সম্মেলনের একটি আকর্ষণীয় অংশ । এ প্রদর্শনীর সংগঠক ওয়াং দে সুই বলেছেন , তিনি আশা করেন , এবার প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা চীনের ঐতিহাসিক সংস্কৃতির মনোরম সৌন্দর্য দেখতে পাবেন ।তিনি বলেছেন

    প্রবাসী চীনা ব্যবসায়ীদের ইতিহাসে এই প্রথমবারের মত এমন প্রদর্শনী আয়োজিত হলো । ভবিষ্যতে আমরা প্রবাসী চীনা ব্যবসায়ী সম্মেলন আয়োজনের সঙ্গে সঙ্গে প্রদর্শনীও করবো ।

    শিল্পকর্ম প্রদর্শনীর নির্বাহী চেয়ারম্যান লুই চুয়ান আশা করেন এ প্রদর্শনীর মাধ্যমে চীনের ঐতিহ্য ও সংস্কৃতি জনপ্রিয়তা পাবে । তিনি বলেছেন

    আমার মনে হয় চীনের সংস্কৃতিকে বিশ্বে জনপ্রিয় করা খুব জরুরি । চীনের চার , পাঁচ হাজারের সাংস্কৃতিক ইতিহাস রয়েছে । আমাদের উচিত বিশ্ববাসীর কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরা ।