ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে ১৬ সেপ্টেম্বর শিয়া সম্প্রদায়ের এক গ্রামে সশস্ত্র আল কায়েদা সদস্যদের হামলায় ১৫ জন নিহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, এদিন যোদ্ধারা বিভিন্ন দিক থেকে গ্রামে ঢুকে স্থানীয় মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় । এতে অনেক বাড়িও ধ্বংস হয়েছে।
১৫ সেপ্টেম্বর আল কায়েদার সঙ্গে জড়িত সশস্ত্র সংগঠন " ইরাক দেশ" -এর ওয়েবসাইটে একটি ভিডিও ক্লিপিং প্রচার করা হয়। তাতে আবু মুসাব জারকাবিকে স্মরণ করার জন্য রমজান মাসে নতুন হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।
( ওয়াং হাই মান)
|