গত মঙ্গলবার থেকে বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমিককে আনন্দে মাতিয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে শুরু হয়েছে প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। প্রতিটি বল আর প্রতিটি রানের উচ্ছাস, উন্মাদনা ও রোমান্চ যেন ছড়িয়ে যাচ্ছে মাঠ জুড়ে । এ এক মজার খেলা। নো বলের সঙ্গে সঙ্গেই ঝেড়ে মার । রান আউট ছাড়া ওই বলে ব্যাটসম্যান আউট হবেন না । প্রথম ৬ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে শুধু দু'জন ফিল্ডার রাখা যাবে । পরের ১৪ ওভারে বৃত্তের বাইরে পাঁচজন ফিল্ডারের বেশি থাকার নিয়ম নেই । এমন রোমান্চকর, ধুমধারাক্কা ক্রিকেটের নাম টুয়েন্টি টুয়েন্টি । দু'দল মাত্র ২০ ওভার ব্যাট করবে । খেলায় রানের বন্যা বইবে । ক্রিকেট প্রেমিদের জন্য এর চেয়ে বেশি আর জমজমাট বিনোদন কী হতে পারে। ক্রিকেটের ক্ষুদে সংস্করণই হচ্ছে টুয়েন্টি টুয়েন্টি । এ বিশ্বকাপে টেস্ট ক্রিকেট খেলা নয়টি দেশের সঙ্গে যোগ দিয়েছে জিম্বাবুয়ে, কেনিয়া ও স্কটল্যান্ড । চারটি গ্রুপে ভাগ হয়ে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম পর্বে । প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সুপার এইটে । ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর । আর তখন কত অঘটনই না ঘটবে ।
বন্ধুরা, বিশ্বকাপ শুরু হয়েছে এবং অঘটনও ঘটেছে ইতোমধ্যেই। জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে ক্রিকেটের দৈত্য অষ্ট্রেলিয়াকে । অপর দিকে ক্রিকেটের আরেক জায়ান্ট বাংলাদেশের কাছে এতদিন হার না মানা সেই ওয়েস্ট ইন্ডিজকে জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ দল । এ বিজয়ে পুরোদলের পাশাপাশি মুখ্য ভূমিকা ছিল অধিনায়ক আশরাফুল ও আফতাবের ১০৯ রানের পার্টনারশিপ । ৪ উইকেট হাতে রেখেই ক্যারিবিয়নদের করা ১৬৪ রান টপকে যায় বাংলাদেশ । এ খেলায় পুরো সুযোগের সদ্ব্যবহার করে আশরাফুল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেন্চুরির রেকর্ডটি নিজের করে নেন যেন অনায়াসেই । বাংলাদেশ উঠে যায় সুপার এইটে ।
বাংলাদেশ পরাজিত
এ দিকে সুপার এইটের প্রথম খেলায় অষ্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফের স্মৃতি আরেকবার জাগিয়ে তোলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ । তবে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। জয় তো পাওয়াই হলো না বরং অনেক বড়ো ব্যবধানের হার দিয়ে সুপার এইটের খেলা শুরু করলো তারা । বাংলাদেশ গতকাল কেপটাউনে নিজেদের প্রথম সুপার এইট ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রলিয়ার কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা । বাংলাদেশের ৮ উইকেটে ১২৩ রানের জবাবে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
অসিদের কাছে হারের এ দিনে টসেও হেরেছিল বাংলাদেশ। গতকালের খেলায় বাংলাদেশের ওপেনিং জুটি কিছুটা ধৈর্যের সঙ্গে খেলেছেন । তাদের রান তোলার গতি ধীরে হলেও সকলের আশাছিল উইকেটে টিকে গেলে হয়তো রান আসবে । তবে দলীয় ৪০ রানের সময় তামিমের সঙ্গে খেলতে থাকা নাজিম উদ্দিন মিচেল জনসনকে উড়িয়ে মারতে গেলে পন্টিঙের হাতে ধরা পড়ে আউট হয়ে যান । লক্ষণীয় যে, অন্য দিনের মতো গতকালও ব্যতিক্রম ছিলেন আফতাব আহমেদ । ৩১ রান করে কাল আরেকবার দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হলেন তিনিই ।
এদিকে বাংলাদেশের সাকিব, মাশরাফি ও অলক কাপালিকে পর পর ফিরিয়ে দিয়ে ও বাংলাদেশের মেরুদন্ডকে ভেঙে দিয়ে ব্রেট লি টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম হ্যাট্রিক লাভ করেছেন ।
তার আগের ম্যাচেও বাংলাদেশ হেরেছিল দক্ষিণ আফ্রকার কাছে । শনিবার কেপটাউনে অনুষ্ঠিত এ খেলায় সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৪ রান তুলতে সক্ষম হয় । দক্ষিণ আফ্রিকা সহজেই সেই রান টপকে সাত বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে যায় । টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের গতকালের আরেক খেলায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে মাত্র ১৫৪ রান তোলে । যা একটি খেলার জন্য মোটেই যথেস্ট নয় । তবুও দারুণ এক জয় দিয়েই প্রথম টুয়েন্টি টুয়েন্টির সুপার এইটের মিশন শুরু করল অধিনায়ক গ্রায়েম স্মিথের দল। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান তোলে । জবাবে ইংল্যান্ড ২০ ওভারের শেষ বলটি খেলে ৭ উইকেটে মাত্র ১৩৫ রান তুলতে সক্ষম হয় ।
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ১০ রানের এক নাটকীয় জয় পেয়েছে । নিউজিল্যান্ডের ১৯০ রান চেজ করতে নেমে ভারত অল আউট হয়ে যায় ১৮০ রানে।
শ্রীলঙ্কার জয়লাভ
ওদিকে গত শনিবারে শ্রীলঙ্কা অনায়াসে সাত উইকেটে হারিয়ে দিয়েছে শক্তিশালী নিউজিল্যান্ডকে । সনথ জয়সুসিয়ার ৪৪ বলে করা ৬১ রানের মধ্যে ছয়টি চার ও তিনটি ছয়ের সহায়তার ফলেই এই জয়লাভ সম্ভব হয়। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে টসজয়ী নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৬৪ রান তুলতে সক্ষম হয় ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে।
বন্ধুরা এবারে ক্রিকেটের একটি মজার খবর।
ফুটবলের মত ক্রিকেটেও টাইব্রেকার চালু হয়েছে । উভয় দলের পয়েন্ট যদি সমান হয়ে যায় তাহলে দৃশ্যটি এমন হবে । ক্রিকেটাররা সবাই ৩০ গজের বৃত্তের বাইরে দাঁড়িয়ে আছে । রেফারির বদলে আম্পায়ারের হাতে তুলে দেয়া হলো প্রতিটি দলেরই পাঁচজনের নাম । এখন ব্যাটসম্যানবিহীন উইকেটে বল করতে হবে বোলারদের । শুধু উইকেট ভাঙতে পারলেই হলো । এ ঘটনাটি ঘটেছে ভারত ও পাকিস্তানের ম্যাচে । ফুটবলের টাইব্রেকার ক্রিকেটে হয়ে গেল বোল আউট । গত শুক্রবার কিংসমিড মাঠে সেই দৃশ্যই দেখল অগনিত দর্শক ।
বন্ধুরা এবারে ফুটবল
গতকাল সিয়েনার মতো এক অখ্যাত দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লেন এসি মিলান । তবুও তারা খুশি । কারন, গত মাসে স্প্যনিশ ক্লাব সেভিয়াকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ শিরোপা জেতার পর থেকেই এসি মিলানের খেলায় যেন ভাটা পড়েছিল । সেরি এ লীগে নিজেদের আগের ম্যাচেও ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গতকালের খেলায় আসলে নিশ্চিত পরাজয়ের মুখে ড্র করতে পেরেই তারা খুশি ।
এ দিকে রিয়াল মাদ্রিদের জয়যাত্রা অব্যাহত রয়েছে । স্প্যানিশ লীগে এখন পর্যন্ত হোঁচট খেতে হয়নি তাদের । শনিবারে আলমিরিয়াকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্হান ধরে রাখলো তারা । তিন ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৯ । সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্হানে রয়েছে ভ্যালেন্সিয়া । আর এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্হান চতুর্থ । এদিকে লীগের অপর ম্যাচে ভালাদোলিদকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া । এ ছাড়াও রিয়াল জারাগোজা ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেিটক বিলবাওয়ের সঙ্গে।
মহিলা বিশ্বকাপ ফুটবল
কানাডা চীনে অনুস্ঠানরত মহিলা বিশ্বকাপ ফুটবল থেকে ঘানাকে বিদায় করে দিয়েছে ক্রিস্টিনে সিন ক্লেয়ারের দেয়া জোড়া গোলের মধ্য দিয়ে ৪-০ গোলে । কানাডা তাদের প্রথম ম্যাচে নরওয়ের সঙ্গে এবং ঘানা অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গিয়েছিল । একই দিনের অপর খেলাগুলোয় ডেনমার্কের প্রমীলা ফুটবলাররা ২-০ গোলে হারিয়ে দেন নিউজিল্যান্ড ফুটবল দলকে । ডি গ্রুপের অপর ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে হারায় স্বাগতিক চীনকে । অন্যদিকে নরওয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয় । এর আগে মহিল বিশ্বকাপ ফুটবলের এক খেলায় জার্মানির প্রমীলারা ১১ গোলে বিদ্ধস্ত করেছে আর্জেন্টিনার মহিলা ফুটবল দলকে । গত সোমবার চীনের সাংহাইয়ে এই রেকর্ড গোলের মধ্য দিয়ে শুরু হয়েছে মহিলা বিশ্বকাপ ফুটবল।
টেনিস
সভতলানা কুজনেতসোভা ফ্রান্সিসকো শিয়াভোনাকে ৪-৬,৭-৬ ও৭-৫ সেটে হারিয়ে রাশিয়াকে তৃতীয় ফেড কাপের শিরোপা এনে দিয়েছেন । এ নিয়ে গত চার বছরের মধ্য তৃতীয়বারের মতো ফেড কাপ শিরোপা জিতলো রাশিয়া । এর আগে প্রথম দিনে ইউএস ওপেনেরফাইনালিস্ট সভেতলানা ও বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় আনা চাকভেতাজ জয় পেলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রাশিয়া ।
এদিকে বালি ওপেনের ফাইনালে উঠেছে হানচুসোভা ও ডেভেনপোর্ট। শ্লোভাকিয়ার হানচুসোভা ৭-৫ ও ৬-১ সেটে হারিয়েছেন রোমানিয়ার সোরনাকে এবং ডেভেনপোর্ট হারিয়েছেন ইতালির এরানিকে ৬-১ ও ৬-৩ সেটে ।
|