সুদানের দারফুর অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রথম দফা চীনা প্রকৌশলী দলটি অক্টোবর মাসের প্রথম দিকে মোতায়েন হবে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শান্তিরক্ষী বিয়ষক কার্যালয় সূত্রে জানা যায়, এ বছরের এপ্রিল মাসে জাতিসংঘ দারফুর অঞ্চলে বহুমুখী প্রকৌশলী দল পাঠানোর জন্য চীনকে আমন্ত্রণ জানালে পেইচিং তাতে সাড়া দেয়। দারফুরে যাওয়া চীন প্রকৌশলী দলের প্রধান দায়িত্ব হচ্ছে বিমান বন্দর, সড়কপথ, সেতু, সেনানিবাস ও কুয়া তৈরীসহ ২৭ রকম কাজ করা।
দায়িত্ব পালনের সুবিধার জন্য চীনের শান্তিরক্ষী প্রকৌশলী দলের অফিসার ও সৈনিকরা "সুদানের রূপরেখা", "বৈদেশিক রীতিনীতি", "জাতিসংঘ সনদ" ও "আন্তর্জাতিক আইন"সহ শান্তিরক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান, মৌলিক নিয়মকানুন এবং ইংরেজি ভাষা শিখে নিয়েছেন।
১৯৯০ সালে চীন প্রথম বার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়ার পর এখন পর্যন্ত মোট ১৭টি কার্যক্রম অংশ নিয়েছে। এগুলোতে ৮০৯৫ পার্সন টাইমস সামরিক ব্যক্তিকে পাঠানো হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|