চীনের বিভিন্ন এলাকায় শিগগির বিজ্ঞান সচেতনতা কর্মসূচী চালু হবে। চীনের ভাইস চেয়ারম্যান জেং ছিং হোং ১৫ সেপ্টেম্বর এ কথা বলেছেন।
জ্বালানি সম্পদের সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায় চেতনা বাড়ানোর জন্যই এ কর্মসূচী নেয়া হচ্ছে। এতে জ্বালানি সম্পদের সাশ্রয় এবং বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর বিষয়টিকে জনপ্রিয় করে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর নিখিল চীন বিজ্ঞান সচেতনতার প্রধান প্রতিপাদ্য হচ্ছে "জ্বালানি সম্পদের সাশ্রয় , প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং নিরাপত্তা স্বাস্থ্য সুনিশ্চিত করা"।
জেং ছিং হোং বলেন, জ্বালানি সম্পদের সাশ্রয় এবং বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর বিষয়টি সামাজিক উন্নয়ন এবং জনগণের মৌলিক স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি। এ জন্য সংশ্লিষ্ট সবার উচিত ভালভাবে এর বাস্তবায়ন করা।
( ওয়াং হাই মান)
|