ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানুচেহর মোত্তাকি দাবি করেছেন, ইরানে বুশের পরমাণু বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের ব্যাপারে আলোচনায় ইরান ও রাশিয়ার মধ্যে অগ্রগতি হয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরমাণু জ্বালানি সম্পদ ও অন্যান্য প্রস্তুতির কাজ ভালভাবে এগিয়ে চলেছে।
১৫ সেপ্টেম্বর তিনি তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।
বুশের পরমাণু বিদ্যুত্ কেন্দ্রটিই হচ্ছে ইরানের প্রথমপরমাণু বিদ্যুত্ কেন্দ্র। ১৯৯২ সালে ইরান এ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ কেন্দ্রটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গতবছরের শেষ দিক থেকে এ কেন্দ্রের স্থাপন সংক্রান্ত অর্থ সরবরাহ নিয়ে দু'পক্ষের মধ্যে মতাবিবোধ চলে আসছে। ( ওয়াং হাই মান)
|