মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ১৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, অবিলম্বে অনুষ্ঠিতব্য কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নির্মাণের উপাদান বাতিল করার বিষয় নিয়ে একটি কর্মসূচী প্রণীত হবে।
উত্তর-পূর্ব এশিয়া সফর এবং কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করার আগে হিল উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, অবিলম্বে পেইচিংয়ে সংশ্লিষ্ট পক্ষ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নির্মাণের উপাদান বাতিল করার বিষয় নিয়ে বৈঠক হবে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|