জাতিসংঘের মহাসচিব বান কি মুন ১৪ সেপ্টেম্বর জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় আফ্রিকান দেশগুলোর বাস্তব অগ্রগতির জন্য একযোগে সাহায্য করলেই কেবল সারা বিশ্বের উন্নয়ন ভারসাম্য বাস্তবায়িত হতে পারে।
এ দিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বান কি মুন "সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা সংক্রান্ত আফ্রিকান নির্দেশ গ্রুপ" অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এখন সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল হচ্ছে পৃথিবীতে একমাত্র অঞ্চল, যেখানে কোন দেশ পরিকল্পনা অনুযায়ী সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে পারে না। এ অঞ্চলের দেশগুলোকে দ্রুত সাহায্য করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এভাবেই কেবল বিশ্বের উন্নয়ন ভারসাম্য বাস্তবায়ন সম্ভব।
অধিবেশনে অংশগ্রহণকারীরা মনে করেন, জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় ও সহযোগিতা জোরদার করা আফ্রিকার সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|