আগামী ১ অক্টোবর থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শহারাঞ্চলের অধিবাসীদের মৌলিক চিকিত্সা বীমা ব্যবস্থা সার্বিকভাবে চালু হবে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বাস্থ্য ব্যুরোর মহা পরিচালক আডেন ব্যাখ্যা করে বলেছেন, কম খরচ এই মৌলিক স্বাস্থ্য বীমার বৈশিষ্ট্য। তা ছাড়া স্বাস্থ্য বীমায় অংশ নেওয়া বাধ্যতামূলক নয়।
বিধি অনুযায়ী, এ স্বাস্থ্য বীমায় অংশ গ্রহণকারী নাগরিকরা ব্যক্তিগতভাবে মাত্র ৩০ শতাংশ খরচ বহন করবে।
|