চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি ১৪ সেপ্টেম্বর সফররত ইরান সরকারের বিশেষ দূত, স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফা পরমোহাম্মাদির সঙ্গে বৈঠক করেছেন। ইয়াং চিয়েছি আবারো জোর দিয়ে বলেছেন, চীন ইরানের পরমাণু সমস্যার শান্তিপূর্ণ সমধানের জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।
ইয়াং চিয়েছি বলেন, চীন আন্তর্জাতিক পরমাণু অস্ত্রব্যবস্থা সুরক্ষাকে সমর্থন এবং পরমাণু অস্ত্রবিস্তারের বিরোধিতা করে। তিনি বলেন, চীন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমধান করার পক্ষে। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে অমীমাংসীত সমস্যা নিয়ে যে সমোঝতার নীতিতে পৌঁছেছে চীন তার প্রশংসা করেছে।
পরমোহাম্মাদি ইরানের পরমাণু সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্যে চীনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করতে ইচ্ছুক। দু'জন চীন ও ইরানের সম্পর্ক নিয়েও মতবিনিময় করেছেন। (লিলি)
|