১৩ সেপ্টেম্বর পাকিস্তানে বিছিন্ন সংঘর্ষ ও বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদ আরশাদ স্বীকার করেছেন যে, ঐদিন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে এক দল সশস্ত্র ব্যক্তি সেনাশিবির এবং চেক-পয়েন্টের উপর হামলা করলে নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে ৩০ জনের মত সশস্ত্র ব্যক্তি নিহত হয়। এতে ১০ জন নিরাপত্তা রক্ষীও মারা গেছেন।
এছাড়া একইদিন এদিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি তারবেলা গাজি এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। মুখপাত্র বলেছেন, একটি সামরিক ভবনে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের কারণ এখনও জানা যায় নি।
অন্য আরেক খবরে জানা গেছে, এদিন দক্ষিণাঞ্চলের করাচি শহরের একটি বাস হামলায় শিকার হয়েছে। এতে ৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। (লিলি)
|