জাতিসংঘ আফ্রিকার ১০টি দেশের ৭৯টি গ্রামে মোবাইল ফোন অবকাঠামো তৈরি করবে। ৫ লাখ দরিদ্র মানুষ এতে উপকৃত হবে। কেনিয়ার গণ মাধ্যম সূত্রে ১২ সেপ্টেম্বর এ কথা জানা গেছে।
খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা জাতিসংঘের "সহস্রাব্দের গ্রাম"প্রকল্পেরএকটি অংশ। কেনিয়া, উগান্ডা, সেনেগাল এবং ইথিওপিয়াসহ দশটি আফ্রিকান দেশে এই ফোন ব্যবস্থা চালু হবে। জাতিসংঘ আশা করে, এসব দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ফোন ব্যবস্থা তৈরির সাথে সাথে স্থানীয় চিকিত্সা ও শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা হবে।
জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, গরীব মানুষের ওপর মোবাইল ফোন প্রযুক্তির প্রচুর প্রভাব রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনগণের টেলিযোগাযোগ প্রযুক্তি ভোগ করা খুব গুরুত্বপূর্ণ। (লিলি)
|