ইন্দোনেশিয়ার সুমাতেরা দ্বীপের পশ্চিমাঞ্চলের সামুদ্রিক অঞ্চলে ১২ সেপ্টেম্বর তীব্র ভুমিকম্প হয়েছে। চীনের পররষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৩ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন ইন্দোনেশিয়ার ভূমিকম্পের জন্য সমবেদনা জানিয়েছে। চীন আশা করে, ইন্দোনেশিয়ার দুর্গত অঞ্চলের জনগণ কঠিন অবস্থা কাটিয়ে বাড়িঘর পুননির্মাণ রতে সক্ষম হবেন।
সর্বেশষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ইন্দোনেশিয়ার ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত এবং এক'শরও বেশী লোক আহত হয়েছেন। তাছাড়াও, এর ফলে কিছু কিছু অঞ্চলে হালকা ধরণের জলোচ্ছাসের সৃষ্টি হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ জলোচ্ছাসের আগাম সতর্কতা দিয়েছে এবং বিপর্যয় প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়েছে। (লিলি)
|