যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জনড্রো ১২ সেপ্টেম্বর বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, প্রধানমন্ত্রী আবে শিনজোর পদত্যাগ করার পর জাপান আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র বাহিনীর সামরিক অভিযানকে সমর্থন করতে পারবে।
জনড্রো বলেন, যুক্তরাষ্ট্র এবং জাপান হচ্ছে গভীর বন্ধুত্বের দেশ। যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে এ ধরণের সম্পর্ক বজায় রাখার প্রতিক্ষায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, জাপান বরাবরই আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনকারী। যুক্তরাষ্ট্র আশা করে, জাপান অব্যাহতভাবে এ ক্ষেত্রে সমর্থন যোগাবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ ১২ বা ১৩ সেপ্টেম্বর আবে শিনজোর সঙ্গে ফোনালাপে দু'দেশের সহযোগিতা বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। (লিলি)
|