১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের "নিউইয়র্ক টাইমস" সূত্রে জানা গেছে, মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন যে, চীনের আর্থ-বাণিজ্যিক নীতির উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসের শাস্তিমুলক বিল প্রণয়নের আচরণ সম্ভবতঃ যুক্তরাষ্ট্রের ভবিষ্যত অর্থনীতির বৃদ্ধিকে বিপন্ন করতে এবং "নিম্ন ঋণ সংকটের"কারণে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে মার্কিন বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
পলসন বলেছেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উপর একতরফা অভিযান চালালে তা তার নিজের অর্থনৈতিক স্বার্থের ওপরও বিরাট প্রভাব ফেলবে।
পলসন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রপ্তানিকৃত বাজার হিসেবে চীনকে হারানোর ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, চীনের উপর একতরফা শাস্তি আরোপ করা হলে তা হবে সম্ভবতঃ বাণিজ্যিক যুদ্ধ সৃষ্টির শামিল এবং যুক্তরাষ্ট্রের বাজারে তা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। এটি খুব বিপদজনক। (লিলি)
|