পিপলস ডেইলি পত্রিকার ১২ সেপ্টেম্বরের খবরে প্রকাশ, আগস্ট মাসে চীনের রপ্তানির বৃদ্ধি হার প্রশমিত হয়েছে। আমদানী বৃদ্ধির হারের স্থিতিশীলতাও বেড়েছে। বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে বহুমুখী নিয়ন্ত্রণের সুফলও দেখা দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন ব্যুরো ১১ সেপ্টেম্বরে চলতি বছরের প্রথম ৮ মাসে চীনের দৈদেশিক বাণিজ্যের আমদানী ও রপ্তানির তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে আগস্ট মাসে চীনের বাণিজ্য মূল্য ছিল প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ৮ মাসে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানী ও রপ্তানির মোট মূল্য ১.৩৬৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগস্ট মাসের রপ্তানি প্রথম ৭ মাসের চেয়ে কিছুটা কম এবং আমদানী বেশী হয়েছে।
(খোং চিয়া চিয়া)
|