নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ১১ সেপ্টেম্বর রাজধানী কাঠমুন্ডুর প্রধানমন্ত্রী ভবনে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস-চেয়ারম্যান তেং সিয়াও কাং-এর নেতৃত্বাধীন চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের আর্থ-বাণিজ্যিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেছেন।
কৈরালা মনে করেন, নেপাল ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ দু'দেশের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এর প্রতি তেং সিয়াওকাং সমর্থন দিয়েছেন এবং আশা করেন 'নেপাল—তিব্বত আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা—২০০৭' চীন ও নেপালের দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং দু'দেশের ঐতিহ্যগত মৈত্রী সুসংহত করার জন্য নতুন অবদান রাখবে।
(খোং চিয়াচিয়া)
|