পিপলস ডেইলি পত্রিকার ১২ সেপ্টেম্বরের খবরে প্রকাশ, চীন কৃষির বহুমুখী উন্নয়ন কার্যকর করার লক্ষ্যে ২০ বছরের প্রচেষ্টার মাধ্যমে, মাঝারী ও নিম্ন ফলনশীল রুপান্তর ৩.৪ কোটি হেকটরেরও বেশী ভূমিকে খরা ও অতিবৃষ্টির সময়ে প্রচুর ফলনের নিশ্চয়তা বিধান করা হয়েছে।
জানা গেছে, ১৯৮৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কৃষির বহুমুখী উন্নয়ন ক্ষেত্রে চীন ৩২০ বিলিয়নেরও বেশী ইউয়ান রেনমিনবি বরাদ্দ করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, কৃষির বহুমুখী উন্নয়ন প্রকল্প অঞ্চলগুলোয় মোট ৮৯.২ বিলিয়ন কে.জি খাদ্যশস্য উত্পাদনের সামর্থ্য বেড়েছে। এর পাশা পাশি তুলা, তেল ও চিনির উত্পাদনেরও অনেক উন্নতি হয়েছে।
(খোং চিয়াচিয়া)
|