চীনের ১১তম আন্তর্জাতিক অর্থবিনিয়োগ ও বাণিজ্য মেলা ৮ থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম চীনের উপকূলীয় শহর সিয়ামেন শহরে অনুষ্ঠিত হয়েছে । সরকারী ওয়েবসাইটের প্রকাশিত উপাত্ত থেকে জানা গেছে , বিশ্বের মোট এক শ'রও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল এ মেলায় অংশ নিয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী উ ই বলেছেন , দশ বছরের উন্নয়নের পর চীনের আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা ইতোমধ্যেই গোটা বিশ্বের অর্থবিনিয়োগ ও সহযোগিতার একটি ফ্ল্যাটফর্মে পরিণত হয়েছে ।
চীনের প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয় । এর পর প্রতি বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ চীনের সিয়ামেন শহরে এ মেলা অনুষ্ঠিত হয় । এ বছরের মেলায় অংশগ্রহণকারী বিদেশী ব্যবসায়ীর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে ।
তুরস্কের রাজধানী আনকারা শিল্প অঞ্চলেরদায়িত্বশীল ব্যক্তি ফাটিহ এর্বাজ সি আর আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন , চীনের সিয়া মেন বাণিজ্য ও বিনিয়োগ মেলা খুব বড় । এখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগ ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় করতে পারি । আমি আশা করি এ মেলায় আমরা নিজের সহযোগিতার অংশীদারদের খুঁজে পাবো । তিনি আরো বলেছেন , বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যদি আনকারা শিল্প অঞ্চলে বিনিয়োগ করতে চান , তাহলে তারা তুরস্কের রাজধানীর প্রাধান্যকে কাজে লাগাতে পারেন এবং নিজের ব্যবসাকে আরো প্রসারের সুযোগ পাবেন ।
তুরস্কের দেড় শ'জন সরকারী কর্মকর্তা ও শিল্পপতিদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল বর্তমান মেলায় অংশ নিয়েছে । তুরস্কে মোট ৬০টি বিনিয়োগকৃত প্রকল্প রয়েছে । বিনিয়োগের মোট মূল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার । তুরস্কের একজন সরকারী কর্মকর্তা বলেছেন , তুরস্ক এই প্রথমবার অন্যতম প্রধান দেশ হিসেবে মেলায় অংশ নিচ্ছে ।
শুধু তুরস্ক নয় , বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল এই মেলায় নিজ নিজ দেশের পণ্য প্রচারের যথেষ্টসুযোগ পেয়েছে । বিশটিরও বেশি ক্যারিবীয় দেশ এ বিনিয়োগ ও বাণিজ্য মেলায় ক্যারিবীয় অঞ্চলে পর্যটন শিল্প উন্নয়নের দিকগুলোক বর্ণনা করেছে । অন্য দেশের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের জন্য থাইল্যান্ডের ব্যবসায়ীরা তাদের প্রদর্শনী কক্ষে খাবার ও জামা- কাপড়সহ অনেক নিত্য ব্যবহার্য পণ্য প্রদর্শন করেছেন । ফলে থাইল্যান্ডের এ কক্ষে পরিদর্শনের জন্য আসা ব্যবসায়ীর সংখ্যা সবচেয়ে বেশি ।
বর্তমান বিনিয়োগ ও বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম , বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা এবং বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত সভার আয়োজন করা হয়েছে । এ সব কর্মসূচী মেলায় অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের জন্য নিজ কোম্পানির প্রাধান্য প্রচার এবং অন্য কোম্পানির তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমান মেলায় মোট ১০৭০টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এ সব চুক্তিতে বিনিয়োগের মোট মূল্য ২৩ বিলিয়ন মার্কিন ডলার ।
চীনের উপপ্রধানমন্ত্রী উ ই বলেছেন , দশ বছরে এ বিনিয়োগ ও বাণিজ্য মেলা চীনে বিনিয়োগ করতে বিদেশী ব্যবসায়ীদের দৃষ্টি আর্কষণ করা এবং বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে । গত দশ বছরে মোট ১৩ হাজার সহযোগিতা চুক্তি মেলায় স্বাক্ষরিত হয়েছে । প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিদেশী অর্থ চীনে বিনিয়োজিত হয়েছে । চীনের অনেক শিল্পপ্রতিষ্ঠান মেলায় বিদেশে অর্থবিনিয়োগের অংশীদার পেয়েছে , বিদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোও এখানে বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ পেয়েছে । অনেকের ধারণা , এই বিনিয়োগ ও বাণিজ্য মেলা ইতোমধ্যে প্রভাবশালী ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্যের এক মহাসম্মিলনীতে পরিণত হয়েছে ।
|