|
|
(GMT+08:00)
2007-09-12 18:51:30
|
চীন তিনটি নদীর উত্স এলাকার বন সম্পদের ওপর নজর দিচ্ছে
cri
চীন সরকার প্রায় ১০ বছর প্রচেষ্টার মাধ্যমে ছিনহাই-তিব্বত মালভূমিতে হওয়াংহো নদী, ইয়াংসি নদী ও ল্যানছান নদী এলাকার বৃক্ষগুলোকেকার্যকরভাবে সংরক্ষণ করা হয়েছে। গত কয়েক দশকে নানা কারণে এই এলাকার পরিবেশ ভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯৮ সালে এই মালভূমিতে প্রাকৃতিক বন সম্পদ রক্ষার জন্য ছিনহাই প্রদেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে। ২০০৫ সাল থেকে চীন সরকার এ তিনটি নদীর উতসের পরিবেশ সংরক্ষণ প্রকল্প শুরু করেছে। চলতি বছরের জুন মাস নাগাদ এ প্রকল্পে চীন মোট ১৬০ কোটি রেন মিন পি বরাদ্দ করেছে।
|
|
|