চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওই ই ১২ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , তিনি আশা করেন যে , তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ান প্রণালীর দু পারের অলিম্পিক কমিটির মধ্যে উপনীত সংশ্লিষ্ট ঐকমত্য কার্যকরী করে তাইওয়ানের মধ্য দিয়ে অলিম্পিকের মশাল রীলের ব্যাপারে তাইওয়ানবাসীদের সুন্দর আকাংক্ষা পুরণ করবে এবং যেন নতুন রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ।
এদিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে লি ওই ই আরো বলেন , গত ফেব্রুয়ারী মাসে তাইওয়ান প্রণালীর দু পাশের অলিম্পিক কমিটি অলিম্পিক সংবিধানের ভাবমানস অনুসারে সমতাপূর্ণ পরামর্শের মাধ্যমে চারদফা ঐকমত্যে উপনীত হয় । আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও তা অনুদোন করে । গত ২৬ এপ্রিল পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি অলিম্পিক মশাল রীলের লাইন প্রকাশ করেছে । অথচ তাইওয়ান কর্তৃপক্ষ রাজনৈতিক দিক থেকে বিবেচনা করে নানা অজুহাত দিয়ে এ ঐকমত্যকে বাতিল করেছে ।
লি ওই ই বলেন , তাইওয়ান প্রণালীর দু পারের অলিম্পিক কমিটি এ সমস্যা নিয়ে আরো যোগাযোগ করবে
|