যুক্তরাষ্ট্র,চীন ও রাশিয়ার পরমাণু বিষেজ্ঞরা পিয়াংইয়াংএ পৌঁছেছেন
cri
উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনার ওপর তদন্ত করার প্রস্তুতি নেওয়া এবং এ পারমাণবিক স্থাপনার কার্যকারীতা রুপান্তর করার পদ্ধতি সহ নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা চালানোর জন্যে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পরমাণু বিষেজ্ঞরা ১১ সেপ্টেম্বর পিয়াংইয়াংএ পৌঁছেছেন। পরর্বতীকালে অনুষ্ঠিতব্য কোরীয় সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে বিষেজ্ঞরা এবারের তদন্ত ও আলোচনার ফলাফল দাখিল করবেন। উত্তর কোরিয়ার আমন্ত্রণে তারা পিয়াংইয়াং সফর করেছেন। ৭ সেপ্টেম্বর অষ্ট্রেলিয়ারসিডনিতে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী, কোরিয় পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল বলেছেন, এবারের পিয়াংইয়াং সফর হল " কোরিয় উপ-দ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত দেশে পরিণত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
|
|