চলতি বছরের প্রথম ৮ মাসে, তিব্বতে আসা দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা ২০০৬ সালের মোট সংখ্যা অতিক্রম করেছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যটন ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ৮ মাসে তিব্বতে আসা দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা ২৫.৬ লাখ হয়েছে। তা গত বছরের চেয়ে ৬০ হাজারেরও বেশী এবং পর্যটন আয় হয়েছে প্রায় ২.৮ বিলিয়ন ইউয়ান রেনমিনবি।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর একজন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ছিংহাই-তিব্বত রেল-পথ চালুর সঙ্গে সঙ্গে পর্যটকদের তিব্বতে আসার ক্ষেত্রে আরো বেশী সুবিধার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি, তিব্বতের পর্যটনের উন্নত পরিবেশও অধিক থেকে অধিকতর পর্যটককে আকর্ষণ করেছে।
(খোং চিয়াচিয়া)
|