সম্প্রতি চীনের নেট ওয়ার্ক ইন্টারনেট তথ্য কেন্দ্র "২০০৭ সালের চীনের গ্রামাঞ্চলের নেট ওয়ার্ক ইন্টারনেটের জরীপ রিপোর্ট প্রকাশ করেছে। চীন প্রথমবারের মতো বহুবিধ উন্নয়নের অবস্থা সংক্রান্ত জরীপ রিপোর্ট প্রকাশ করলো। রিপোর্ট থেকে জানা গেছে, বর্তমানে চীনের গ্রামাঞ্চলের নেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এটি ২০০৬ সালের চেয়ে ১ কোটি ৪০ লাখ বেশী।
গ্রামীণ নেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭০ হাজারে দাঁড়ালেও চীনের ৭০ কোটি গ্রামীণ অধিবাসীদের মধ্যে নেট ওয়ার্ক ইন্টারনেটের গ্রাহকদের অনুপাত শুধু ৫ শতাংশ। অনুরূপ সময়ের তুলনায় চীনের শহরের নেট ব্যবহারকারীর সংখ্যা ১২.৫ কোটি এবং নেট ওয়ার্ক ইন্টারনেটের গ্রাহকদের অনুপাত ২২ শতাংশে দাঁড়িয়েছে। (লিলি)
|