|
|
(GMT+08:00)
2007-09-11 18:58:47
|
|
ভানুয়াতুতে চীন আন্তর্জাতিক বেতারের এফএম চ্যানলের আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে
cri
১০ সেপ্টেম্বরভানুয়াতুতে চীন আন্তর্জাতিক বেতারের ভিলা এম এম ১০২, সানটো এফ এম ১০২ ও মালেকুলা এফ এম ১০৬ চ্যানলের মাধ্যমে প্রচার লক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভানুয়াতুর প্রধান মন্ত্রী হাম লিনি, ভানুয়াতুতে চীনের নিযুক্ত রাষ্ট্রদূত ছেন সু পিন সহ ৬০ জনেরও বেশী বিদেশ-বিদেশী অতিথি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতারের উপ মহা সম্পাদক লি জন সেন বলেছেন, ভানুয়াতুতে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান প্রচার করা দু'দেশের সম্পর্কের বিকাশ দ্রুততর করার দাবিদার, দু'দেশের জনগণের মধ্যে পারষ্পরিক সমঝোতা জোরদার করার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সুসম বিশ্ব গড়ে তোলার প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে। প্রধান মন্ত্রী হাম লিনি বলেছেন, এফ এম চ্যানলের প্রচার ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন। এটা হল দু'দেশের তথ্য মাধ্যমগুলোর মধ্যে ফলপ্রসু সহযোগিতা চালানোর আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল। উল্লেখ্য, গত ২০ অগাষ্ট এফ এম অনুষ্ঠান পরীক্ষামূলকভাবে প্রচারের পর স্থানীয় শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া অর্জিত হয়েছে।
|
|
|