যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদল ১০ সেপ্টেম্বর প্যারিসে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম স্থাপনের সমস্যা নিয়ে দ্বিতীয় দফা সংলাপ করেছে।
বৈঠকের পর মার্কিন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন সি রুড বলেছেন, বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে কয়েকটি 'নতুন প্রস্তাব' উত্থাপন করেছে। দু'দেশ রাজী হয়েছে যে, ৩ অক্টোবর মস্কোয় এটা নিয়ে তারা সংলাপ করবে। তবে রুড নতুন প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে কিছু বলেন নি।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই কিসলিয়াক রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকের পর রাশিয়া প্যারিস সংলাপ নিয়ে তথ্য মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেন নি।
(খোং চিয়া চিয়া)
|