ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১০ সেপ্টেম্বর জেরুজালেমে এক বৈঠক করেছেন। দু'পক্ষ ফিলিস্তিনের রাষ্ট্র-প্রতিষ্ঠার সমস্যা নিয়ে আলোচনা করার জন্যে মন্ত্রী পর্যায়ের কর্ম-গ্রুপ প্রতিষ্ঠা করতে রাজী হয়েছেন ।
বৈঠকের পর দু'পক্ষের প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, আব্বাস বৈঠকে ইসরাইলকে সম্প্রতি আরো বেশী বন্দীদের মুক্তি দেয়া এবং জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনীদের তত্পরতার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ করেছেন। ওলমার্ট বলেছেন, তিনি পুরোপুরিভাবে এই অনুরোধ বুঝতে পারেন। তিনি ইসরাইলের মন্ত্রীসভায় তা উত্থাপন করবেন এবং নিরাপত্তা বিভাগের মতামত শুনবেন।
আরেক খবরে প্রকাশ, ফিলিস্তিনের শীর্ষ আলোচনা প্রতিনিধি স্যাব এরেকাট বৈঠকের পর বলেছেন, মুসলমানদের রমজান মাসের প্রথম সপ্তাহে প্রথম দফায় ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে ওলমার্ট রাজী হয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|