চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাং সম্প্রতি মধ্য চীনের উহানে বলেছেন, পরবর্তী কয়েক বছরে চীন সরকার বৈজ্ঞানিক গবেষণার জন্য ১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে এবং বৈজ্ঞানিকভাবে জ্বালানি সম্পদের সাশ্রয় ও বিষাক্ত জিনিসের নিঃসরণ হ্রাস প্রকল্পের জন্য ৫০ বিলিয়ন ইউয়ান অর্থ সংগ্রহ করবে।
চীনের বিজ্ঞান সমিতির ২০০৭ বার্ষিক সম্মেলন হুপেই প্রদেশের রাজধানী উহানে অনুষ্ঠিত হয়েছে। ওয়ান কাং সম্মেলনে বলেছেন, বৈজ্ঞানিকভাবে জ্বালানি সম্পদের সাশ্রয় ও বিষাক্ত জিনিসের নিঃসরণ হ্রাস প্রকল্প জ্বালানি সম্পদ সাশ্রয় ও বিষাক্ত জিনিসের নিঃসরণ হ্রাস সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি জনপ্রিয় করবে। বিশেষ করে কিছু কিছু উন্নত মানের উপযুক্ত প্রযুক্তির সম্প্রসারণ করবে, কিছু গুরুত্বপূর্ণ শিল্প ক্ষেত্রের জরুরী ও অভিন্ন প্রযুক্তি আওতার মধ্যে আনবে।
ওয়ান কাং বলেছেন, জ্বালানি সম্পদ সাশ্রয় ও বিষাক্ত জিনিসের নিঃসরণ হ্রাস করা সংক্রান্ত প্রযুক্তির শিল্পায়নে বৈজ্ঞানিক উদ্ভাবন ও আর্থ-সামাজিক উন্নয়নকে ঘনিষ্ঠভাবে সংযোজন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|