সম্প্রতি তিব্বতের পোতালা ভবনের পরিচালনা কার্যালয় সূত্রে জানা গেছে, পোতালা ভবনের দেয়াল চিত্রাঙ্কন পুনরানয়নের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২০০০ বর্গমিটার নষ্ট দেয়াল চিত্রাঙ্কনের পুনরানয়ন কাজ সম্পন্ন হয়েছে।
পোতালা ভবন হচ্ছে তিব্বতের বৌদ্ধ ধর্মীয় স্থাপত্যের শ্রেষ্ঠ প্রতিনিধি। পোতালা ভবনের হল, বারাদ্দা ও দেয়াল চিত্রাঙ্কনগুলো স্পষ্টভাবে তিব্বতের শিল্পকলার বৈশিষ্ট্যের প্রতিফলন । এর মোট আয়তন ২৫০০ বর্গমিটার। এই দেয়াল চিত্রাঙ্কনগুলো বিভিন্ন ঐতিহাসিক যুগে তিব্বতের ছবি আঁকার উন্নয়নের চিহ্ন বহন করছে। তিব্বতের সমৃদ্ধ ও রঙিন চিত্রকলার প্রথা রয়েছে। এর অতি উঁচু ঐতিহাসিক , বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে। কিন্তু সুদীর্ঘকাল, প্রাকৃতিক পরিবেশ ও সুষ্ঠু সংরক্ষণের অভাবের দরুণ দেয়াল চিত্রাঙ্কনগুলো গুরুতরভাবে নষ্ট হয়েছে। ২০০২ সাল থেকে চীন সরকার পোতালা ভবনের দেয়াল চিত্রাঙ্কনগুলোর পুনরানয়ন প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের জন্য প্রায় ৫৭ লাখ ইউয়ান রেনমিনপি ব্যয় করা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|