ইইউ'র সহযোগিতায় নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ানো সংক্রান্ত এক প্রশিক্ষণ কোর্স ১১ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম চীনের নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইন ছুয়ানে শুরু হয়েছে ।
এ প্রশিক্ষণ কোর্স ইইউ'র অর্থানুকুল্যে চালিত চীনের গ্রামীণ চিকিত্সা বীমা ব্যবস্থা নিয়ে গবেষণা সংক্রান্ত প্রকল্পের অংশ বিশেষ । ২০০৬ সালে এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয় । এটি তিন বছর স্থায়ী হবে ।
চীনের ফু তান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছেং সিয়াং মিং বলেছেন , চীনের নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থার প্রাণবন্ত বিকাশ হচ্ছে । অথচ এ কাজ ভালোভাবে করতে হলে এর উপর আরো বেশি গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজন ।
নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থা চীনের গ্রামাঞ্চলে কৃষকদের স্বেচ্ছায় অংশ নেয়া এক রকম চিকিত্সা বীমা ব্যবস্থা । ২০০৩ সাল থেকে এ ব্যবস্থা চালু হয়েছে । এ বছরের জুন মাসের শেষ নাগাদ চীনের ৭২ কোটি কৃষক এ ব্যবস্থায় যোগ দিয়েছেন । এটি চীনের কৃষকদের ৮০ শতাংশেরও বেশি । চীন সরকারের পরিকল্পনা অনুসারে আগামী বছর নাগাদ চীনের সমস্ত কৃষক এ নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় অংশ নেবে ।
|