v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-11 16:40:31    
সাংসি প্রদেশের দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান তাইওয়ানে আলোড়ন সৃষ্টি করেছে

cri
    গত কয়েক বছরে চীনের মূলভূভাগের সানসি প্রদেশ ও তাইওয়ানের সাংস্কৃতিক বিনিময় ক্রমেই বাড়ছে । সম্প্রতিসানসি প্রদেশের শিল্পীদের পরিবেশিত নৃত্যনাট্য , নৃত্য ও গীত তাইওয়ানের দর্শকদের সাধুবাদ পেয়েছে ।

    জুন মাসের শেষ দিক থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে সাংসি প্রদেশের সংগীত নৃত্য দলের পরিবেশিত নাচ-গানের অনুষ্ঠান' হলুদ নদীর নৃত্য' ও সাংসি হুয়া চিন নৃত্যনাট্য দলের পরিবেশিত নৃত্যনাট্য ' একমুঠো বদরী ফল ' তাইওয়ানের তাইপেই ও ইউন লিনসহ পাঁচটি শহরে মোট ১৪টি অনুষ্ঠান করেছে । দর্শক সংখ্যা ছিল প্রায়৩০ হাজার । কোনো কোনো শহরে অনুষ্ঠানের টিকিট পর্যন্ত পাওয়া মুশকিল ছিল । তাইওয়ানের তোংসেন ও চুন সি টেলিভিশন কেন্দ্র ও পত্রপত্রিকা এবং দশ-বারোটি বিদেশী গণ মাধ্যম তাদের টিভি অনুষ্ঠানে ও প্রবন্ধেসাংসি প্রদেশের শিল্পীদের চমত্কার অনুষ্ঠানের প্রশংসা করেছে ।    তাইওয়ানের লিয়েনহে পত্রিকার একটি খবরে বলা হয়েছে , ' এক মুঠো বদরী ফল' নামক নৃত্যনাট্যের সবকটি অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভীড় ছিল। থিয়েটারের বাইরে অনেক দর্শক টিকিটের জন্য অপেক্ষা করতেন । তাইওয়ানের প্রায় ২০ হাজার নাগরিক এ নৃত্যনাট্য উপভোগ করেছেন । এ নৃত্যনাট্যে চীনের সংস্কৃতির উত্পত্তি স্থান-- হলুদ নদীর অববাহিকা অঞ্চলের রীতিনীতি ও সংস্কৃতি প্রতিফলিত হয়েছে । প্রতিটি অনুষ্ঠানশেষে নৃত্যশিল্পীদের আরেকবার দেখার জন্য দর্শকরা দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে থাকে।

    সাংসি প্রদেশের হুয়া চিন নৃত্যনাট্য দলের নেতা ওয়াং ছিয়েন হুয়া বলেছেন , তাইওয়ানে আমাদের দলের প্রতিটি অনুষ্ঠান চিরকাল আমার মনে থাকবে । অনুষ্ঠান শেষ হবার পর নৃত্যশিল্পীরা তিন বার মঞ্চে উঠে দর্শকদের ধন্যবাদ জানালেও নীচের দর্শকরা ছাড়তে চান না । তখন আমরা থিয়েটারের সব বাতি জ্বালিয়ে দেই । দর্শকরা আনন্দের সঙ্গে মঞ্চে উঠে নৃত্যশিল্পীদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন । আমরা কাপড় বদল করে যখন থিয়েটার ত্যাগ করে হোটেলে যাই , তখন দেখেছি অনেক দর্শক থিয়েটারের গেটের সামনে দাড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন । তারা নৃত্যশিল্পীদের খাতায় স্মৃতির জন্য কিছু লেখার অনুরোধ জানান এবং আমাদের অনুষ্ঠানসূচী যত্নে রাখেন । এ সব দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি ।

    সাংসি প্রদেশের সাংস্কৃতিক ব্যুরোর উপপ্রধান তৌ মিন সেন মনে করেন , তাইওয়ানের দর্শকরা নৃত্যনাট্য ও নাচ-গানে প্রতিফলিত সাংসি প্রদেশের ঐতিহ্যিক সংস্কৃতি দেখে মুগ্ধ হয়েছেন । তিনি বলেছেন , আমি মনে করি , সাংসি প্রদেশের নৃত্যনাট্য ও নাচ-গানের স্থানীয় বৈশিষ্ট্য তাইওয়ানের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে । দর্শকরা এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন । কেননা তাইওয়ানবাসীদের মধ্যে অনেকের জন্মস্থান বা পূবসুরীর জন্মস্থান মূলভূভাগে । কাজেই মূলভূভাগের শিল্পীদের তারা আপন মনে করেন ।

    সাংসি প্রদেশ উত্তর চীনের হলুদ মাটি মালভূমি ও হলুদ নদী অববাহিকা অঞ্চলে অবস্থিত । এ অঞ্চল চীনা জাতির সভ্যতার অন্যতম উত্পত্তি স্থান । দু হাজার বছর আগে চীনের চৌ রাজবংশের আমলে ক্ষুদ্র চিং রাজ্য আজকের সাংসি প্রদেশে ছিল , কাজেই সাংসি প্রদেশের আরেক নাম চিং ।

    সাংসি প্রদেশের পুরানির্দশন বেশি । সাংসি প্রদেশে প্রাচীন স্থাপত্যের সংখ্যা চীনের মোট প্রাচীন স্থাপত্য সংখ্যার ৭০ শতাংশ । সাংসি প্রদেশের লোকশিল্প, লোকসংগীত , স্থানীয় অপেরা , পেপার-কাট ও সূচিকর্ম খুব বিখ্যাত । সপ্তদশ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত সাংসি প্রদেশের ব্যবসায়ীরা চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন । সাংসি প্রদেশের ব্যবসায়ীরা নিজের ছেলেমেয়েকে সততার সঙ্গে ব্যবসা করা এবং ব্যবসায় সমতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতার নীতি অনুসরণ করেন । এসব নীতি সাংসি প্রদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে । ১৯৯৭ সালে সাংসি প্রদেশের ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র--পিনইয়াও প্রাচীন নগরকে বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকারের নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।

    এবার তাইওয়ানে মঞ্চস্থ নৃত্যসংগীতানুষ্ঠান--' হলুদ নদীর নৃত্যে' পরিবেশিত লোকসংগীত ও লোকনৃত্যে সাংসি প্রদেশের স্থানীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে । নৃত্যনাট্য ' এক মুঠো বদরী ফল' উপবিশংস শতাব্দীর শেষ দিক আর বিংশশতাব্দীর প্রথম দিকের সাংসি প্রদেশের একজন ব্যবসায়ীর একটি সুন্দর প্রেমের কাহিনী চিত্রিত হয়েছে ।

    সাংসিসহ উত্তর চীনের জাতিগুলোর রীতিনীতি ও গোটা চীনা জাতির পরিশ্রমী , সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করার ঐতিহ্য এ দুটি অনুষ্ঠানে পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে । সাংসি প্রাদেশিক নৃত্যনাট্য দলের শিল্পী চান হাই ফেন বলেছেন , প্রণালীর দু'পারের একীভুত সংস্কৃতি দর্শক ও শিল্পীকে কাছে নিয়েছে । তিনি বলেছেন ,  প্রতিটি অনুষ্ঠান শেষে দর্শকরা মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকেন , ছাড়তে চান না। তারা আমাদের দেখে আপন মনে করেন । আমাদের গান ও নাচে তারা জন্মস্থানের কথা শুনেছে এবং জন্মস্থানের রীতিনীতি দেখে মুগ্ধ হয়েছেন । আমরাও তাইওয়ানের দর্শকদের আপন মনে করি । চীনের কোমিংটাং পার্টির ভাইস চেয়ারম্যান চিয়ান পিন খুন অনুষ্ঠান দেখে বলেছেন ,সাংসি প্রদেশের সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্য আছে । পরবর্তীকালে প্রণালীর দু'পারের সাংস্কৃতিক বিনিময় আরো বাড়াতে হবে । যাতে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দু পারের জনগণের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় ।