চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সুত্রে জানা গেছে , নবম এশিয় শিল্পকলা উত্সব সেপ্টেম্বর মাসে পূর্ব চীনের নানতোং শহরে অনুষ্ঠিত হবে । চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও চিয়াংসু প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শিল্পকলা উত্সব পাঁচদিন স্থায়ী হবে । উত্সবে চীনের দশর্করা জাপান ও দক্ষিণ কোরিয়ার শিল্পকলা উপভোগ করার সুযোগ পাবেন । উত্সব চলাকালে চীন ,জাপান ও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি মন্ত্রীদের ফোরাম অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , ১৯৯৮ সালে প্রথম এশিয় শিল্পকলা উত্সব অনুষ্ঠিত হয় । চীনের পেইচিং ও হানচৌসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত আটটি এশিয় শিল্পকলা উত্সবে এশিয়ার মোট ১৩০টি শিল্পী দল অংশ নিয়েছে । এ বছর হল চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী এবং চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী । কাজেই নবম এশিয় শিল্পকলা উত্সবের মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সাংস্কৃতিক বিনিময় প্রতিফলিত হবে ।
**চীনের সপ্তম আন্তর্জাতিক লোকশিল্প উত্সব সুচৌ শহরে অনুষ্ঠিত হবে
চীনের সপ্তম আন্তর্জাতিক লোকশিল্প উত্সব ২৫ সেপ্টেম্বর পূর্ব চীনের সু চৌ শহরে অনুষ্ঠিত হবে । জাপান , যুক্তরাষ্ট্র , ইতালি , অষ্ট্রেলিয়া ও তাঞ্জানিয়াসহ বিশ্বের বিশটিরও বেশি দেশের শিল্পীরা এ উত্সবে অংশ নেবেন ।
জানা গেছে , এ উত্সব পয়লা অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে । উত্সবে সংখ্যালঘু জাতির বাদ্যযন্ত্র , লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হবে ।
চীনের প্রথম লোকশিল্প উত্সব ১৯৯০ সালে অনুষ্ঠিত হয় । এ উত্সব হল চীনের একমাত্র বড় ধরনের আন্তর্জাতিক উত্সব ।
**প্রথম 'ছি পাই শি পুরস্কার'সিয়ান থান শহরের বিতরণ করা হবে
চীনের প্রথম ' ছি পাই শি পুরস্কার 'সম্প্রতি চীনের বিখ্যাত চিত্রশিল্পী ছি পাই শির জন্মস্থান –হুনান প্রদেশের সিয়ান থান শহরে বিতরণ করা হবে ।
জানা গেছে ,' ছি পাই শি পুরস্কার 'চীনের এক জাতীয় চিত্রশিল্প পুরস্কার। এ পুরস্কার প্রধানতঃ চীনের মধ্যবয়সী ও যুব চিত্রশিল্পীকে দেয়া হয় ।
ছি পাই শি চীনের একজন নামকরা চিত্রশিল্পী । ১৯৫৫ সালে তিনি বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান । এ বছর চিত্রশিল্পী ছি পাই শির ৫০তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশন ,হুনান প্রদেশ ও চীনের চিত্রশিল্পী সমিতি যৌথভাবে ' ছি পাই শি ' আন্তর্জাতিক সংস্কৃতি ও শিল্পকলা উত্সবের আয়োজন করেছে । উত্সবে ছি পাই শির আঁকা ছবিগুলো প্রদর্শিত হবে ।
|