v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-11 15:46:13    
মান চিয়াং ও তাঁর গানগুলো

cri


    এখন আপনারা ১৯৯৮ সালে মান চিয়াংয়ের প্রকাশিত প্রথম গান "তোমাকে যেতে দেব না" শুনছেন। এটা হচ্ছে মান চিয়াং এর মৃত দাদীর জন্য গাওয়া একটি গান। গানের সুর খুব করুণ। তা থেকে দাদীর প্রতি মান চিয়াংয়ের গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগের কথা ফুটে উঠেছে। এই গানটি তত্কালীন দর্শক শ্রোতাদের মধ্যে তীব্র আকর্ষণ সৃষ্টি করেছিল। মান চিয়াংয়ের গান অনেকের হৃদয়কেই স্পর্শ করেছে। তাঁর গানের আকর্ষণীয় শক্তি ও সরল মনোভাব তাঁর অনেক অনুরাগীকেই মুগ্ধ করেছে।


    ১৯৯৮ সালে চীনের মূলভূভাগে মান চিয়াং সোনি অডিও কোম্পানির প্রথম চুক্তি স্বাক্ষরকারী গায়কে পরিণত হন। এর কিছু দিন পর তিনি "পরিবর্তনশীল সাগর" নামে নিজের প্র্রথম এলবাম প্রকাশ করেছেন। এর মধ্যে "তোমাকে যেতে দেব না", "আমরা হচ্ছি বন্ধু", "তুমি বসন্তকালের বাতাস আর আমি বৃষ্টি" সহ বেশি কিছু জনপ্রিয় গান অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অনেক গান তত্কালীন বিভিন্ন তথ্য মাধ্যমের দশটি সেরা গানের তালিকায় নির্বাচিত হয়েছে। মান চিয়াং তাঁর স্বাস্থ্যকর ভাবমুর্তি, স্নিগ্ধ হাসি মুখ ও নির্মল কণ্ঠের জন্য নতুন বহু শিল্পীর মধ্য থেকে এসে তত্কালীন পপ গানের জগতের জনপ্রিয় ও ঈর্ষনীয় গায়কে পরিণত হয়েছেন। এখন শুনুন মান চিয়াংয়ের গাওয়া "তুমি বসন্তকালের বাতাস আর আমি বৃষ্টি" নামক গানটি। গানটি দু'জন ভালোলাগা মানুষের মধ্যকার ভাবাবেগের কথা বর্ণনা করা হয়েছে। মান চিয়াং বলেছেন, এই গানটি গাওয়ার সময় তার মনে হতো, তিনি যেন সবুজ পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন। আকাশ থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার সময় মাটি থেকে টাটকা ও উষ্ণ গন্ধ চার দিকে ছড়িয়ে যাচ্ছে।

     গানের কথা এমনঃ "আমি তোমাকে ভালোবাসি। যদিও সেকথা তুমি আমাকে নির্দিষ্ট করে এখনো বলো নি। তারপরও আমার শুধু শুধুই তোমার কথা মনে পড়ে। প্রতিদিন সকালে সূর্য উঠার সময় প্রথমেই তোমাকে আলোর উষ্ণতায় অনুভব করি। সুন্দর পর্বতের চূড়ায় তুমিই হচ্ছো একমাত্র দৃশ্য, আমি দেখতে চাই। কেউ কখনো তোমাকে জানিয়েছে কি? তুমি হচ্ছে বসন্তকালের বাতাস। আমি হচ্ছি বৃষ্টি। তোমার হাসি মুখ উঠাউ হলে আমার মনে স্পর্শকাতর বেদনা জাগে। তোমার চুল আমার চোখ বেঁধে রেখেছে।"

    "পরিবর্তনশীল সাগর"-এর পর মান চিয়াং পর পর "গোপন বাগান", "আতশবাজি" ও "বিস্ময়" এই তিনটি এলবাম প্রকাশ করেছেন। এবং ধাপে ধাপে তাঁর রোমান্টিক ধারা প্রতিষ্ঠিত হয়ে যায় শ্রোতাদের মনে। এর পাশাপাশি মান চিয়াং নানা ধরনের গানও গাওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন ধরণের গান নিজের নিয়ন্ত্রণের রাখার পরিপক্কতাকে সমৃদ্ধ করেছেন। এখন শুনুন তাঁর গাওয়া আরেকটি গান। গানের নাম "প্রেমের শহর"।

    গানের কথা এমনঃ "এটা হচ্ছে একটি প্রেমের শহর। তোমার হাসি আমাকে উপহার দেয়ার পর থেকে প্রত্যেকটি রাস্তার প্রত্যেকটি গাছ যেন তার উপযুক্ত স্থানে দাড়িয়ে গেছে। যেন প্রেমের জন্য সবকিছু তৈরী হয়ে আছে। এটা হচ্ছে একটি প্রেমের শহর। ঝিরিঝিরি বৃষ্টির পর আমি তোমার জন্য কবিতা লিখতে চাই। তোমার সঙ্গে সন্ধ্যা বেলায় এই শহরের হৃদয়ের ধুকপুকুনির শব্দ শুনতে চাই। তোমাকে বাসায় পৌঁছানোর আধা ঘন্টা পরই আবার তোমার কথা মনে পড়ে যায়। সত্যিই আমি তোমাকে ভালোবাসি।"

    মান চিয়াং এর প্রথম চারটি এলবামে ছাত্র থাকাকালীন গান গেয়েছেন। ২০০৪ সালে তাঁর পঞ্চম এলবাম "সি শে উ রু"-তে আগের ভাবমূর্তি পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক লোকের রূপ নিয়েছেন। এই এলবাম প্রধানত প্রেমের গান নিয়ে তৈরী। মান চিয়াং শহরবাসী পুরুষদের মনের কথা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, "যারা এই এলবামটি পছন্দ করেন, তারা অবশ্যই জীবনের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত এবং প্রেম কী জিনিস তা জানেন।" এখন শুনুন "সি শে উ রু" নামক গানটি। গানে মান চিয়াং তাঁর স্থিতিশীল লয় ও কন্ঠের গভীরতা দিয়ে প্রেমের প্রতি একজন পুরুষের দৃঢ়তার কথা বলেছেন।

    গানের কথা এমন, "যদি ৪০ ভাগ ভালোবাসাকে বাদ দিতে হয়। তাহলে ৫০ ভাগ ভালোবাসাকে এক শত ভাগ মনে করলেই ভালো হবে। এখানে এখন আমি আছি। আমিই তোমাকে রক্ষা করবো। আমিতো তোমাকেই ভালোবাসি। আমি অনন্তকাল তোমার জবাবের অপেক্ষায় থাকবো।"

    প্রথম গান "তোমাকে যেতে দেব না" থেকে আজ পর্যন্ত মান চিয়াং এর সবচেয়ে প্রসংশনীয় অবদান হচ্ছে তাঁর অপরিবর্তনশীল আন্তরিকতা। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুনবেন মান চিয়াং এর আরেকটি গান "চিত্তবিনোদন পার্ক"।

    গানের কথা এমন, "ঐ দেখো, আকাশ কালো হয়ে যাচ্ছে। রাস্তার প্রদীপগুলো আগের মতোই উজ্জ্বল। ঐ শোনো, অনুষ্ঠান পরিবেশনের ঘন্টার শব্দ সেই দূর থেকে ভেসে আসছে। ছেলেটি পর্দার পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আশা করি, তোমার হাততালির আওয়াজ আমার জীবনের সবচেয়ে প্রাপ্য।" (ইয়ু কুয়াং ইউয়ে)