রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠবারের মতো ব্যাপকভাবে রেলগাড়ির গতি বৃদ্ধি কার্যকরের পর চীনের রেলপথের গতি বৃদ্ধির প্রযুক্তি বিশ্বের সমমানে পৌঁছেছে।
এর আগে চীন যথাক্রমে পাঁচ বার রেলপথের গতি বৃদ্ধি করেছে। ২০০৭ সালের এপ্রিল মাসে চীনের রেলপথ সাফল্যের সঙ্গে ব্যাপকভাবে ষষ্ঠবারের মতো গতি বৃদ্ধি করে। ষষ্ঠবারের গতি বৃদ্ধির পর চীনের রেলপথের প্রতি ঘন্টায় গতি ১৬০ কিলোমিটারেরও বেশী দাঁড়িয়েছে এবং এ ধরণের রেললাইনের দৈর্ঘ্য ১৪ হাজার কিলোমিটারে পৌঁছেছে। এর মধ্যে প্রতি ঘন্টায় গতি ২০০ কিলোমিটারেরও বেশী দাঁড়িয়েছে এ ধরণের রেললাইনের দৈর্ঘ্য সাত হাজার কিলোমিটারে পৌঁছেছে।
এবারে রেলপথের গতি বৃদ্ধির মাধ্যমে যাত্রীপরিবহণের ক্ষমতা ১৮ শতাংশ এবং মালপরিবহণের ক্ষমতা ১২ শতাংশে বৃদ্ধি পেয়েছে। (লিলি)
|