সম্প্রতি চীনের জাতীয় সমুদ্র ব্যুরো প্রকাশিত সর্বশেষ রিপোর্ট দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম ৬ মাসে চীনের সামুদ্রিক ক্ষেত্রে মোট উত্পাদন মূল্য ১ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনবিরেরও বেশী।
চীনের সমুদ্র ব্যুরো প্রকাশিত '২০০৭ সালের প্রথম ৬ মাসে চীনের সমুদ্রের অর্থনীতির অবস্থা সংক্রান্ত রিপোর্ট' অনুযায়ী, প্রথম ৬ মাসে চীনের সামুদ্রিক ক্ষেত্রে মোট উত্পাদন মূল্য ১ ট্রিলিয়ন ১৩৪.২ বিলিয়ন ইউয়ান রেনমিনবিতে পৌঁছেছে। যা জি ডি পি'র ১০ শতাংশেরও বেশী।
চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, বর্তমান চীনের সামুদ্রিক অর্থনীতির উন্নয়নের গুণগত মান উন্নত দেশের সঙ্গে কিছুটা ব্যবধান রয়েছে। আগামী ৫ থেকে ১০ বছরে চীনের সামুদ্রিক ক্ষেত্রে মোট উত্পাদন মূল্য জি ডি পি'র ২০ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
(খোং চিয়া চিয়া)
|