চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি ৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া থেকে চীনে ফিরে আসার সময় বিমানে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের সফরের সাফল্যের সারসংকলন করেছেন। তিনি বলেছেন, এবারের সাফল্যজনক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রগাঢ় দৃষ্টি আকর্ষণ করেছে।
ইয়াং চিয়েছি বলেছেন, এবারের সফর হচ্ছে এ বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অভিযান। এটি চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতাকে গভীরতর করার জন্য এ সফরের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তিনি বলেন, এপেকের নেতৃবৃন্দের ১৫ তম অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেয়ার সময় হু চিনথাও আঞ্চলিক ও বিশ্বের স্বার্থের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সমস্যায় চীন সরকারের নীতি ও প্রস্তাব ব্যাখ্যা করেছেন । (লিলি)
|