সম্প্রতি ক্যানাডার প্রকাশিত একটি গবেষণা রির্পোটে বলা হয়েছে, চীনের তৈরী খেলনা ফেরত নেয়ার দায়িত্ব পুরোপুরিভাবে চীনের শিল্প প্রতিষ্ঠানেরওপর আরোপ করা উচিত নয়। কারণ ৮০ শতাংশ ফেরত দেয়া খেলনা খেলনা কোম্পানিগুলোরভূল ডিজাইনে তৈরি। এ রির্পোট প্রকাশের জন্যে ক্যানাডার তহবিল সংস্থার কাছে পাঠানো হয়েছে।
এ রির্পোটে ১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্যদ্রব্য নিরাপত্তা কমিশন চীনের খেলনা ফেরত দেয়ার কারণ সম্পর্কেভালভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর ভিত্তিতেএ রির্পোটে জানানো হয়েছে যে, ১৯৮৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ফেরত দেয়া ৫৫০ বারের মধ্যে ৭৬.৪ শতাংশ ভাগের বেশীই হচ্ছে খেলনা এ সব খেলনা শিল্প প্রতিষ্ঠানের ভূল ডিজাইনের কারণে তৈরী হওয়া। মাত্র শতকরা ১০ ভাগ খেলনা উত্পাদনের গুণগতমানের কারণে ফেরত দেয়া হয়েছে।
|