১০ সেপ্টেম্বর চীনের ২৩তম শিক্ষক দিবস। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৯ সেপ্টেম্বর পেইচিং নর্মাল ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রাছাত্রীদের সঙ্গে আলোচনাকালে বলেছেন, শিক্ষাদান হচ্ছে মানবজাতির সবচেয়ে মহত ব্রত এবং 'শিক্ষক হচ্ছে সুর্যালোকে সবচেয়ে গৌরবোজ্জ্বল মানুষ'।
তিনি বলেছেন, পেইচিং নর্মাল ইউনিভার্সিটির ছাত্রাছাত্রীদের অবৈতনিক শিক্ষাকর্মসূচী সারা দেশের ৬টি নর্মাল ইউনিভার্সিটিতে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এই ব্যবস্থা বাস্তবায়ন করা মানে সারা সমাজে সত্যিকারভাবে শিক্ষককে সম্মান করা, শিক্ষাদানের ওপর গুরুত্ব দেয়ার পরিবেশ গড়ে তোলা। শিক্ষাদানকে সবচেয়ে সম্মানজনক ব্রত হিসেবে দেখা। আরো বেশী মেধাবী তরুণ-তরুণীদের আজীবন শিক্ষাদানে উত্সাহিত করা।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন ব্যাপকভাবে শিক্ষাদান ব্রত উন্নয়নে সচেষ্ট। যাতে সকল শিশু লেখাপড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়।
(খোং চিয়া চিয়া)
|