চীনের রেল মন্ত্রী লিও জি চিয়েন ৯ সেপ্টেম্বর পেইচিংএ আয়োজিত চীনের রেল সম্পর্কিতবিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বলেছেন, ছিনহাই-তিব্বত রেল পথের নির্মাণ প্রযুক্তি ও পরিবহণ ব্যবস্থাপনা বিশ্বের আধুনিক মানে পৌছেছে।
গত জুলাই মাসে অথাত এক বছরও বেশী সময়ের মধ্যে ছিনহাই-তিব্বত রেলপথের গেয়মো থেকে লাসা পযর্ন্ত অংশ সাফল্যজনকভাবে জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন এই রেলপথ পরিবহণ ব্যবস্থাপনা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। ছিনহাই-তিব্বত রেলপথ নির্মাণ করতে বিজ্ঞানী ও নির্মাণকারীরা প্রাকৃতিক ক্ষেত্রের নানা ধরনের অসুবিধা কাটিয়ে উঠেছেন।
|