v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-10 13:35:15    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৯/১০

cri

    গত কয়েক বছরে চীনের মূলভূভাগের সানসি প্রদেশ ও তাইওয়ানের সাংস্কৃতিক বিনিময় ক্রমেই বাড়ছে। সম্প্রতি সানসি প্রদেশের শিল্পীদের পরিবেশিত নৃত্যনাট্য, নৃত্য ও গীত তাইওয়ানের দর্শকদের মুগ্ধ করেছে এবং সাধুবাদ পেয়েছে। সানসি প্রদেশের সংগীত ও নৃত্য দলের পরিবেশিত নাচ-গানের অনুষ্ঠান "হুয়াংহো নদীর নৃত্য" ও সানসি হুয়া চিন নৃত্যনাট্য দলের পরিবেশিত নৃত্যনাট্য "একমুঠো বদরী ফল" তাইওয়ানের তাইপেই ও ইউন লিনসহ পাঁচটি শহরে মোট ১৪টি অনুষ্ঠান করেছে। দর্শক সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। ১১ সেপ্টেম্বর সংস্কৃতির সম্ভার আসরে শুনতে পাবেন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

    কিছু দিন আগে আমাদের সংবাদদাতা উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিংআন বিভাগের নতুন পর্যটন ও বিনোদন স্থান আরশান শহরে গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন। এই শহরের পশ্চিম দিক মঙ্গোলিয়ার সঙ্গে সংলগ্ন। এই শহর তার "চমত্কার ঝর্ণা, বিস্ময়কর পাথর, ঘন বন এবং দৃষ্টিনন্দন বরফ"সহ প্রচুর পর্যটন সম্পদের জন্য চার দিকে নাম ছড়িয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, আরশান শহরে না আসলে আপনার সিংআন পাহাড়েও আসা হয় নি। এমন সুন্দর একটি জায়গা ঘুরে না যাওয়া সত্যিই পরিতাপের ব্যাপার। ১৩ সেপ্টেম্বর চলুন বেড়িয়ে আসি আসরে এ শহরকে পরিচয় করিয়ে দেয়া হবে।

    চীনে ৫৫টি সংখ্যালঘু জাতি আছে। তাদের জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ। চীনে সংখ্যালঘু জাতিসমূহ সংগীত ও নৃত্যের মাধ্যমে তাদের জীবনধারা ফুটিয়ে তোলায় পারদর্শী। গত কয়েক শো বছর ধরে শিল্পকলার ক্ষেত্রে তাদের অদ্বিতীয় বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। তাকে আদিম বৈশিষ্ট্যও বলা হয়। বহু বিদেশী পর্যটক দর্শক শ্রোতা চীনের সংখ্যালঘু জাতির শিল্পকলার আদিম বৈশিষ্ট্যের ব্যাপারে ব্যাপক কৌতূহল ব্যক্ত করেছেন। তারা চীনের সংখ্যালঘু জাতির শিল্পকলার আদিম বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে গ্রহণ করার ওপরও নিবিড়ভাবে মনোযোগ দিচ্ছেন। ১২ সেপ্টেম্বর ওরা অনন্য আসরে থান ইয়াও খাং এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    সি পাও লি কাও হচ্ছেন অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তোংলিয়াও শহরের নামান জেলার এক জন কৃষক। চীনের বৃহত্তম বালুমাটি ---কর্ছিন বালুমাটি এলাকায় তাঁর বাড়ি। প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ অর্জনের জন্য সি পাও লি কাও নিজের "পারিবারিক প্রাকৃতিক অর্থনৈতিক একটি বৃত্ত প্রতিষ্ঠা করেছেন। "পারিবারিক প্রাকৃতিক অর্থনৈতিক বৃত্ত" হচ্ছে একটি পরিবার বা কয়েকটি পরিবারের যৌথ উদ্যোগে বালুমাটির সার্বিক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা এবং কৃষি ও পশুপালন শিল্প উন্নয়নের বিশেষ পদ্ধতি। এ এলাকার আয়তন সাধারণত ৭ হেক্টরের কাছাকাছি। মাঝখানে দুই হেক্টরের ওপর প্রধানতঃ কৃষি অর্থকরী ফসল, পশুপালনের ঘাস উত্পাদন অঞ্চল ও বনাঞ্চল। তার চার পাশে রয়েছে নির্ধারিত সংরক্ষিত এলাকা। এর প্রধান লক্ষ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ করা। ১৪ সেপ্টেম্বর সেই গ্রাম এই জীবন আসরে লিলি "পারিবারিক প্রাকৃতিক অর্থনৈতিক বৃত্ত" সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    মো সো জাতির মেয়ে আ সিউচেন এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। বাড়িতে তিন সন্তানের মধ্যে সে মেঝো। তার একটি বড় বোন এবং একটি ছোট ভাই আছে। পরিবারের দারিদ্রতার কারণে সে লেখাপড়া করতে না পারা এবং স্কুলচ্যুত হওয়ায় দ্বিধাগ্রস্ত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা তার দীর্ঘকালের স্বপ্ন। অবশেষে আ সিউচেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে কি? ১৪ সেপ্টেম্বর কন্যা জায়া জননী আসরে চুং শাও লি'র কাছ থেকে এ সম্পর্কে আপনারা জেনে নিন।

    চীন বিশাল একটি দেশ। বিভিন্ন অঞ্চলের লোকসংগীতের বিশেষ বৈশিস্ট্য রয়েছে। শেনপেই হচ্ছে উত্তর-পশ্চিম চীনের একটি প্রদেশ। হুপেই হচ্ছে চীনের বৃহত্তম মিঠা পানির হ্রদ ---তুংটিয়াং হ্রদের উত্তর দিকে অবস্থিত একটি প্রদেশ। এই দুটো স্থানে অসংখ্য লোকসংগীত রয়েছে। এখানে এমন কথা আছে যে, "আমাকে গান গাইতে বললে আমার পাহাড়ী গান নৌকা ভরাই আছে। আমার ঘরের ভিতরেও বাইরেও গানে ভরা জগত।" তা শুনে বুঝা যায়, শেনপেই ও হুপেই-এর লোকসংগীত প্রচুর। ১৫ সেপ্টেম্বর সুরের ভুবন আসরে আমরা এই দুটি প্রদেশের প্রতিনিধিত্বকারী কয়েকটি লোকসংগীত আপনাদের শোনাবো।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)