 চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সন্তোষজনকভাবে তার অস্ট্রেলিয়া সফর শেষ করে এবং সিডনিতে অনুষ্ঠিত এপেকের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর ৯ সেপ্টেম্বর বিকেলে স্বদেশের পথে বিশেষ বিমানযোগে সিডনি থেকে রওয়ানা হয়ে গেছেন ।
এপেকের নেতৃবৃন্দের পঞ্চদশ অনানুষ্ঠানিক সম্মেলনে হু চিন থাও পর পর আবহাওয়ার পরিবর্তন মোকাবিলা , দোহা দফার আলোচনা এবং আঞ্চলিক অর্থনীতির একীকরণ সম্পর্কে ভাষণ দিয়েছেন ।
আবহাওয়ার পরিবর্তন মোকাবিলা সম্পর্কে হু চিন থাও চারদফা প্রস্তাব উত্থাপন করেন । এ চারদফা প্রস্তাব হলো: শিল্পোন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতায় আবহাওয়ার পরিবর্তন মোকাবিলার নীতিতে অটল থাকা , টেকসই উন্নয়নের নীতিতে অবিচল থাকা , " জাতিসংঘ আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত কনভেনশন" ও " টোকিও প্রটোকলের" নিয়ামক মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সৃজনশীলতায় অবিচল থাকা । তাছাড়া হু চিন থাও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বন পুনরুদ্ধার ও টেকসই পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন ।
দোহা দফা আলোচনা সম্পর্কে হু চিন থাও বলেন , চীন সবসময় ন্যায়সংগত , উন্মুক্ত, যুক্তিযুক্ত ও বৈষম্যহীন বহুমুখী বাণিজ্যিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রচেষ্টা চালিয়ে আসছে । চীন অন্য সদস্যদের সংগে মিলে দোহা দফা আলোচনায় অবিলম্বে সার্বিক ও সুষম ফল অর্জনের জন্যে তাগিদ দিতে ইচ্ছুক ।
আঞ্চলিক অর্থনীতির একীরকণ সম্পর্কে হু চিন থাও বলেন , এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভিন্নতার কথা কথা বিবেচনা করে এপেকের উচিত বিভিন্ন স্তরে , বিভিন্ন পরিসরে এবং নানা ধরণের উপায় ও পদ্ধতি দিয়ে এ একীকরণের আরো দ্রুত ও সুষ্ঠু বিকাশ ত্বরান্বিত করা ।
সম্মেলনচলাকালে হু চিন থাও আলাদা আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রমূখ নেতাদের সংগে সাক্ষাত করেছেন ।
|